পীযূষ গাঙ্গুলির মৃত্যুর জেরে সেতুতে ডিভাইডার বসানোর সিদ্ধান্ত প্রশাসনের
সেলিব্রিটির মৃত্যুতেই অবশেষে টনক নড়ল প্রশাসনের? সাঁতরাগাছি ফ্লাইওভারে অভিনেতা পীযূষ গাঙ্গুলির মৃত্যুর জেরে সেতুতে ডিভাইডার বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ওই ফ্লাইওভারে বার বার দুর্ঘটনা ঘটলেও তা ঠেকাতে কোনও পদক্ষেপই করেনি সরকার। তবে গাড়ি দুর্ঘটনায় অভিনেতার মৃত্যুর পরই সাঁতরাগাছি ফ্লাইওভারে তড়িঘড়ি অস্থায়ী ডিভাইডার বসানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক: সেলিব্রিটির মৃত্যুতেই অবশেষে টনক নড়ল প্রশাসনের? সাঁতরাগাছি ফ্লাইওভারে অভিনেতা পীযূষ গাঙ্গুলির মৃত্যুর জেরে সেতুতে ডিভাইডার বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ওই ফ্লাইওভারে বার বার দুর্ঘটনা ঘটলেও তা ঠেকাতে কোনও পদক্ষেপই করেনি সরকার। তবে গাড়ি দুর্ঘটনায় অভিনেতার মৃত্যুর পরই সাঁতরাগাছি ফ্লাইওভারে তড়িঘড়ি অস্থায়ী ডিভাইডার বসানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
গতকাল বেলুড় মঠে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হঠাত্ই চলে যান সাঁতরাগাছি ব্রিজ পরিদর্শনে। সঙ্গে ছিলেন হাওড়ার জেলাশাসক ও হাওড়ার নগরপাল। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। কেন বার বার ওই সেতুতে দুর্ঘটনা ঘটছে, সেবিষয়েও খোঁজ খবর নেন। প্রাথমিক আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, সাঁতরাগাছি সেতুতে অস্থায়ী ভাবে ডিভাইডার বসানো হবে। ওই জায়গায় আরও একটি সেতু তৈরি করা নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী।