স্ত্রীকে মানসিক অত্যাচার: অভিযোগের তীর স্বাস্থ্য আধিকারিকের দিকে

দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক অত্যাচারের জেরে গুরুতর অসুস্থ এক মহিলা। চৈতালি সেনগুপ্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজের সেকশন অফিসার ছিলেন। অভিযোগের তীর তাঁর স্বামী সুকুমার দাসের বিরুদ্ধে। 

Updated By: Oct 25, 2011, 01:56 PM IST

দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক অত্যাচারের জেরে গুরুতর অসুস্থ এক মহিলা। চৈতালি সেনগুপ্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজের সেকশন অফিসার ছিলেন। অভিযোগের তীর তাঁর স্বামী সুকুমার দাসের বিরুদ্ধে।  বিরুদ্ধে অভিযোগ, তিনি চৈতালি দেবীকে মারধর  করে টাকা কেড়ে নিতেন। জোর করে চৈতালি দেবীকে দিয়ে চেক সই করিয়ে নেওয়া হত বলেও অভিযোগ। গত চোদ্দ বছর চৈতালি দেবী বিধাননগরের একটি মহিলা হোস্টেলে থাকতেন। কয়েকদিন আগে সুকুমারবাবু কলকাতায় এসে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এরপরই চৈতালি দেবী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে তার অবস্থার অনতি হওয়ায় তাঁকে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহু চেষ্টা করেও হোস্টেলের আবাসিকরা সুকুমারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

.