পুজোয় পুরনো কলকাতায় ফিরে যেতে 'জার্নি টু নস্ট্যালজিয়া', কলকাতার রাস্তায় জয় রাইড দেবে দোতলা বাস

পুজোর সময় শহরের রাস্তায় চলতে চলতে ফিরে যেতে পারেন পুরনো কলকাতায়। কারণ বাস ধরতে গিয়ে পেয়ে যেতে পারেন দোতলা বাস। সিএসটিসির পুজোর গিফট নস্টালজিয়ার এই জয় রাইড।

Updated By: Sep 12, 2015, 10:11 AM IST

ওয়েব ডেস্ক: পুজোর সময় শহরের রাস্তায় চলতে চলতে ফিরে যেতে পারেন পুরনো কলকাতায়। কারণ বাস ধরতে গিয়ে পেয়ে যেতে পারেন দোতলা বাস। সিএসটিসির পুজোর গিফট নস্টালজিয়ার এই জয় রাইড।

পোশাকি নাম ডাবল ডেকার। আদরের নাম দোতলা বাস। অনেকেরই শৈশবের স্মৃতিমাখা সেই দোতলা বাস আবার ফিরছে। পুজোর আগেই। তবে প্রতিদিনের পরিবহণ নয়, আপাতত একটি বাস। নিক্কোপার্ক এলাকায় পাবেন এই জয়রাইডের সুবিধা।

দেখতে সেই চেনা দোতলা বাসের মতোই। যাতে একমুহূর্তেই সোনালি অতীতে ফিরে যাওয়া যায়। পাঁচলার ওয়ার্কশপে তৈরি হচ্ছে নতুন ডাবল ডেকার। পুজোর আগেই চলবে তাই পুরোদস্তুর কাজ চলছে । এমনিতে এই বাস আনতে হয় বিদেশ থেকে। খরচ নেহাত কম নয়। পুরনো বাসকে নবকলেবর দিতেই লাগছে ২০ লাখ।

ভাবছেন ভাড়া কত বাড়বে দোতলা বাস-যাত্রায়? মূল্য নির্ধারন হয়নি এখনও । তবে গায়ে লাগবে না, কারণ এ যে জার্নি টু নস্ট্যালজিয়া।

.