শহরে জোড়া চুরি, উঠছে নিরাপত্তার প্রশ্ন
শহরে ফের দুঃসাহসিক চুরি। তালা ভেঙে, গ্রিল কেটে যাদবপুরের বেসরকারি অফিসে চুরি। চুরি গেল ল্যাপটপ, নগদ টাকা। বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে জানলা ভেঙে সল্টলেকের AE ব্লকে চুরি গেল নগদ টাকা, গয়না। জোড়া চুরিতে ফের শহরের নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন।
ব্যুরো: শহরে ফের দুঃসাহসিক চুরি। তালা ভেঙে, গ্রিল কেটে যাদবপুরের বেসরকারি অফিসে চুরি। চুরি গেল ল্যাপটপ, নগদ টাকা। বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে জানলা ভেঙে সল্টলেকের AE ব্লকে চুরি গেল নগদ টাকা, গয়না। জোড়া চুরিতে ফের শহরের নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন।
চুরি থামছেই না শহরে। ফের সেই সল্টলেক। যাদবপুর থানার ঢিলছোড়া দূরত্বে একইদিনে চুরি।
সল্টলেক
সল্টলেকের AE ব্লক। এয়ারটেল কর্মী প্রসূন ঘোষের বাড়ি। গতকাল বাড়ি ছিলেন না। সেই সুযোগেই হানা দেয় দুষ্কৃতীরা। রাত দশটায় বাড়ি ফিরে প্রসূন দেখেন মূল ফটক ভিতর থেকে বন্ধ। পিছনের জানলা ভাঙা। আলমারি তছনছ। চুরি গেছে নগদ টাকা ও গয়না।
যাদবপুর
একচল্লিশ বাই দুই গড়িয়াহাট রোড। কারমেল স্কুলের পাশে।যাদবপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চুরি হল বেসরকারি অফিসে। সকালে বাড়ির কর্ত্রী দেখেন একতলার অফিসের তালা ভাঙা। গ্রিল কাটা। সিসিটিভির তার কেটে দেওয়া হয়েছে। চুরি গেছে দুটো ল্যাপটপ, নগদ টাকা।
একের পর এক চুরিতে ফের প্রশ্ন উঠছে শহরে নিরাপত্তা নিয়েই।