তীব্র গরমের সঙ্গেই দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চলে পাল্লা দিয়ে বাড়ছে পানীয় জলের সমস্যা

তীব্র গরমে হাঁসফাঁস দশা মানুষের। সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে পানীয় জলের চরম সঙ্কট। দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় জলের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী মিলছে না পানীয় জল। ঢাকুরিয়ার বাবুবাগান এলাকার মানুষের অভিযোগ, বিষয়টি বারবার পুরসভাকে জানানো হলেও, কোনও কাজ হয়নি। স্থানীয় বাম কাউন্সিলরের দাবি, বিরোধী বলে জল নিয়ে তাঁর সঙ্গে রাজনীতি করছে পুর কর্তৃপক্ষ। জল সংকট? নাকি জল রাজনীতি? কারণ যাই হোক, ঢাকুরিয়া সংলগ্ন ৯২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের তীব্র গরমে যন্ত্রণার দোসর জলকষ্ট।

Updated By: Jun 9, 2015, 02:40 PM IST
তীব্র গরমের সঙ্গেই দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চলে পাল্লা দিয়ে বাড়ছে পানীয় জলের সমস্যা

ব্যুরো: তীব্র গরমে হাঁসফাঁস দশা মানুষের। সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে পানীয় জলের চরম সঙ্কট। দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় জলের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী মিলছে না পানীয় জল। ঢাকুরিয়ার বাবুবাগান এলাকার মানুষের অভিযোগ, বিষয়টি বারবার পুরসভাকে জানানো হলেও, কোনও কাজ হয়নি। স্থানীয় বাম কাউন্সিলরের দাবি, বিরোধী বলে জল নিয়ে তাঁর সঙ্গে রাজনীতি করছে পুর কর্তৃপক্ষ। জল সংকট? নাকি জল রাজনীতি? কারণ যাই হোক, ঢাকুরিয়া সংলগ্ন ৯২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের তীব্র গরমে যন্ত্রণার দোসর জলকষ্ট।

এলাকার বাম কাউন্সিলর অবশ্য এই সংকটে রাজনীতি দেখছেন।

শুধু ঢাকুরিয়া নয়। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা একই সংকটের সাক্ষী। কসবা বুস্টার পাম্পিং স্টেশন এখনও চালু হয়নি। তাই বর্ষার আগমনের আশায় জলকষ্ট কে সঙ্গী করেই আকাশ পানে চেয়ে আছেন মানুষ।

 

.