পাসপোর্ট ভিসা ছাড়াই কুমোরটুলি থেকে সপরিবারে শিকাগো যাচ্ছেন মা দুগ্গা

কলকাতা থেকে শিকাগো যাচ্ছিলেন মা দুগ্গা। পাসপোর্ট, ভিসা কিছুই না থাকায় মা দুগ্গা এবং কং কে আটকালেন ইমিগ্রেশন অফিসার। ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলেন পাসপোর্ট কোথায়? উত্তরে মা দুগ্গা বললেন 'আমি মা দুগ্গা'।        

Updated By: Jul 2, 2015, 09:44 PM IST
পাসপোর্ট ভিসা ছাড়াই কুমোরটুলি থেকে সপরিবারে শিকাগো যাচ্ছেন মা দুগ্গা

ওয়েব ডেস্ক: কলকাতা থেকে শিকাগো যাচ্ছিলেন মা দুগ্গা। পাসপোর্ট, ভিসা কিছুই না থাকায় মা দুগ্গা এবং কং কে আটকালেন ইমিগ্রেশন অফিসার। ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলেন পাসপোর্ট কোথায়? উত্তরে মা দুগ্গা বললেন 'আমি মা দুগ্গা'।        

একটা কাল্পনিক কথোপকথনে দেবী দুর্গা এবং ইমিগ্রেশন অফিসার। 

ইমিগ্রেশন অফিসার: হেলো ম্যাডাম।

মা দুগ্গা: হাই।

ইমিগ্রেশন অফিসার: সপরিবারে কোথায় চললেন? পুজোয় আপনি কলকাতায় থাকছেন না?
 
মা দুগ্গা: আরে আর বলবেন না! শিকাগো থেকে ওদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন অনেকবার করে অনুরোধ করেছে। আগের ৯ টা বছর ডামি পাঠিয়ে চালিয়ে দিয়েছি। এবার যেতেই হবে। আর গণেশ, কার্তিক, লক্ষী, সরস্বতীরও একটু ঘোরা হয়ে যাবে। তাই। চললাম।

ইমিগ্রেশন অফিসার: তা ভাল। কিন্তু স্যার কে যে দেখছি না। 

মা দুগ্গা: কতবার করে বললাম চল চল। একসঙ্গেই যাই। বলল, মর্তে কি একটা কাজ আছে। চারিদিকে মিটিং মিছিলে ওর কাজ নাকি পিছিয়ে যাচ্ছে। আর তা ছাড়া ওর তো আবার একটু চলে, বোঝেনই তো। ভক্তদের পাল্লায় পরে যা হয় আর কি। তাই স্ক্যানার থেকে বাঁচতে আপাতত কৈলাশেই থাকতে চাইল। আমিও বারণ করলাম না। ভোলাবাবা নাম, ভুল করে কলকে টলকে নিয়ে এলে... আবার উটকো ঝামেলা।  
  
ইমিগ্রেশন অফিসার: আচ্ছা। সে না হয় বুঝলাম। এই মুশকো লোকটা কে? প্রতিবছরই থাকে। আপনার ফ্যামিলি মেম্বার না গার্ড? 

মা দুগ্গা: কি যে বলেন মশাই। আরে ওই তো অসুর। ওর জন্যেই তো আমার মর্তে আসা। ভালো ছেলে। ছোট্ট ভুল টুল করে ফেলে মাঝে মাঝে। ওই মানুষরা যেমন করে আর কি।

ইমিগ্রেশন অফিসার: অসুর ভাই। নমস্কার। শুট বুট টাই পরে কিন্তু স্মার্ট লাগছে। বডি ফিট। ওই মোষটা না থাকলে আপনি কিন্তু বেশ মাচো।

অসুর: হুম।

ইমিগ্রেশন অফিসার: এইবার পাসপোর্ট গুলি দেখান দেখি।

অসুর: কি? সেটা আবার কি? সারা ওয়ার্ল্ড টুর করে ফেললাম। এর আগেতো শুনিনি। ও দিয়ে কি হয়?

ইমিগ্রেশন অফিসার: আজব মুশকিল। আরে পাসপোর্ট। এক দেশ থেকে অন্য দেশ ভ্রমণের সময় লাগে।
 

অসুর: অতসত জানলে কি অসুর হতাম? নিন পয়সা নিন। কেস সাল্টান।

ইমিগ্রেশন অফিসার: আমি ঘুষ নেই না।

অসুর: সে কি কথা? ম্যাডাম একটু দেখুন। এরপর আমি হাত পা চালিয়ে দিলে কিন্তু বাজে কেস হয়ে যাবে।
 
মা দুগ্গা: এত অল্পেতেই মাথা গরম করলে হয় নাকি। দাঁড়াও আমি দেখছি। আমি মা দুগ্গা। চিনতে পারছেন না? দেবী দশভুজা আমি। 

ইমিগ্রেশন অফিসার: ওহ! মাই গড। আপনি তো গড। একদম সরি ম্যাডাম, আই মিন 'মা'। আসুন আসুন। আসলে বোঝেনই তো আপনাদের নাম করে এমন কত মানুষদের ডিল করতে হয়। তবে যাবার একটা সেলফি তুলি? 

এরপর সেলফি তুলেই, অন দ্য ওয়ে টু শিকাগো।(সরব চরিত্র কাল্পনিক) 

.