ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার জন্য তৃণমূলের রোষের শিকার ডিওয়াইএফআই কর্মী
ব্রিগেডে সিপিআইএম-এর সমাবেশে যোগ দেওয়ার জন্য এক ডিওয়াইএফআই কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধেয় অভীক চৌধুরী নামে ওই ডিওয়াইএফআই কর্মীর পাটুলির বাড়ি থেকে তাঁকে বার করে মারধর করে তৃণমূল কর্মীরা।
ব্রিগেডে সিপিআইএম-এর সমাবেশে যোগ দেওয়ার জন্য এক ডিওয়াইএফআই কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধেয় অভীক চৌধুরী নামে ওই ডিওয়াইএফআই কর্মীর পাটুলির বাড়ি থেকে তাঁকে বার করে মারধর করে তৃণমূল কর্মীরা। গুরুতর আহত অবস্থায় ওই ডিওয়াইএফআই কর্মীকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রতিবাদে পাটুলি-বাইপাস কানেক্টর অবরোধ করে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই কর্মীরা। পাটুলি থানাও ঘেরাও করেন তাঁরা। পাটুলি থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামাতে হয়। আহত অভীক চৌধুরীকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখায় হামলাকারী তৃণমূল-কর্মী সমর্থকরা।