অস্ত্রোপচার না করেই বিপুল টাকার বিল, অভিযুক্ত শহরের একটি বেসরকারি হাসপাতাল

অস্ত্রোপচার না করেই টাকা নেওয়ার অভিযোগে ফের কাঠগড়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতাল। ইএম বাইপাসের ধারে ওই সুপারস্পেশ্যালিটি হাসপাতালে বৃহস্পতিবার গল ব্লাডার অস্ত্রোপচার করাতে ভর্তি হন বীরভূমের নলহাটির বাসিন্দা ৪২ বছরের প্রশান্ত দত্ত বণিক।

Updated By: Mar 3, 2012, 09:44 AM IST

অস্ত্রোপচার না করেই টাকা নেওয়ার অভিযোগে ফের কাঠগড়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতাল। ইএম বাইপাসের ধারে ওই সুপারস্পেশ্যালিটি হাসপাতালে বৃহস্পতিবার গল ব্লাডার অস্ত্রোপচার করাতে ভর্তি হন বীরভূমের নলহাটির বাসিন্দা ৪২ বছরের প্রশান্ত দত্ত বণিক।
তাঁর অস্ত্রোপচারে সবমিলিয়ে ২৬,০০০ টাকা খরচ হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের কথা ছিল শুক্রবার। তবে প্রশান্তবাবুর রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বেশি থাকায় চিকিত্সক দীপঙ্কর সাহা এই মুহূর্তে অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চাননি। তাঁর ভাই বলরাম দত্ত বণিক বিকেল ৪টেয় দাদাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করাতে আসেন। ডিসচার্জ করার সময়, তাঁকে ২৫, ৭৭২ টাকার একটি বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচার না করেই কেন এই বিপুল টাকার বিল, তা বুঝতে পারছেন না রোগীর বাড়ির লোকজন।

.