Loksabha Election 2024: জেলায় জেলায় 'শেখ শাহজাহান'! গ্রেফতারের নির্দেশ কমিশনের...

শিয়রে লোকসভা ভোটে। জেলায় জেলায় 'শাহজাহান'দের মতো ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিল নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সন্দেশখালি ঠিক কী ঘটেছিল? জানতে চাওয়া হল বসিরহাটের এসপির কাছে। সূত্রের খবর তেমনই।

Updated By: Mar 4, 2024, 09:01 PM IST
Loksabha Election 2024: জেলায় জেলায় 'শেখ শাহজাহান'! গ্রেফতারের নির্দেশ কমিশনের...

সুতপা সেন: শিয়রে লোকসভা ভোটে। জেলায় জেলায় 'শাহজাহান'দের মতো ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিল নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সন্দেশখালি ঠিক কী ঘটেছিল? জানতে চাওয়া হল বসিরহাটের এসপির কাছে। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Loksabha Election 2024: 'ভোটের কাজে গ্রিন পুলিস বা সিভিক ভলান্টিয়ার নয়', কড়া নির্দেশ কমিশনের!

ঘটনাটি ঠিক কী? আর বেশি দেরি নেই। লোকসভার ভোটে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কলকাতায় এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রথমে বিভিন্ন রাজনৈতিক দল, তারপর ডিএম, এসপি ও পুলিস কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন ফুলবেঞ্চের সদস্যরা। কবে? আজ, সোমবার। শুধু তাই নয়, সেই বৈঠকেও উঠল সন্দেশখালির প্রসঙ্গও!

এদিকে সন্দেশখালিকাণ্ডের পর বসিরহাটে পুলিস কমিশনার পদে রদবদল ঘটেছে। সূ্ত্রের খবর, বৈঠকে বর্তমান পুলিস কমিশনারের কাছে কমিশন জানতে চায়, 'সন্দেশখালি কেন এমন পরিস্থিতি'? জবাবে তিনি বলেন, 'আমি নতুন এসেছি। ঘটনার সময়ে দায়িত্বে ছিলাম না'। সন্দেশখালিকাণ্ডের সময়ে যিনি বসিরহাটের পুলিস কমিশনার ছিলেন, তখন এখন বদলি হয়ে গিয়েছেন কালিম্পংয়ে। কমিশনকে ঘটনার সম্পর্কে জানান তিনি।  কমিশনের নির্দেশ,  জেলায় জেলায় যেখানে শাহজাহানের মতো ব্যক্তিরা রয়েছে, তাঁদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই ধরনের অপরাধীদের যেন ছেড়ে রাখা না হয়'।

আরও পড়ুন:  Loksabha Election 2024: 'বোমাবাজি, ধর্ষণের ঘটনা ঘটলে সবাইকে সরাব', কমিশনের তোপে পুলিস সুপার!

এর আগে, সন্দেশখালির প্রসঙ্গ তুলে বসিরহাটের পুলিস কমিশনারকে তুলোধনা করে নির্বাচন কমিশন! সঙ্গে হুঁশিয়ারি, 'সন্দেশখালিতে ভয় দেখানো, বোমাবাজি কিংবা ধর্ষণের মতো ঘটনা ঘটলে সিনিয়র অফিসারদের সরিয়ে দেওয়া হবে'।

এদিকে কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠকে এক দফায় ভোটের দাবি তুলেছেন তৃণমূল। তাদের প্রশ্ন, 'বিজেপিশাসিত রাজ্যে এক দফায় ভোট হলে, এ রাজ্য়ের কেন'? অভিযোগ, নরেন্দ্র মোদী, অমিত শাহরা যাতে বারবার প্রচারের আসতে পারেন, সেকারণেই একাধিক দফায় ভোট করাতে চাইছে কমিশন। কমিশনের কাছে শুভেন্দু অধিকারীর নামেও নালিশ জানিয়েছে রাজ্যের শাসকদল। সূত্রের খবর তেমনই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.