তিন ঘণ্টা ধরে জেরা সৃঞ্জয় বসুকে। সুদীপ্ত, কুণাল, দেবযানীকে তোলা হচ্ছে আদালতে

সারদাকর্তার কাছ থেকে চিকিত্‍সার খরচ নেওয়ার অভিযোগ খারিজ করলেন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু।  ইডি দপ্তরে আজ তিন ঘণ্টারও বেশি জেরা করা হয় তাঁকে। তিনি রোগা হওয়ায় হিংসার জেরেই কেউ কেউ এই বদনাম ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ।

Updated By: Sep 29, 2014, 03:01 PM IST
তিন ঘণ্টা ধরে জেরা সৃঞ্জয় বসুকে। সুদীপ্ত, কুণাল, দেবযানীকে তোলা হচ্ছে আদালতে

ওয়েব ডেস্ক: সারদাকর্তার কাছ থেকে চিকিত্‍সার খরচ নেওয়ার অভিযোগ খারিজ করলেন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু।  ইডি দপ্তরে আজ তিন ঘণ্টারও বেশি জেরা করা হয় তাঁকে। তিনি রোগা হওয়ায় হিংসার জেরেই কেউ কেউ এই বদনাম ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ।

এদিকে, সারদাকর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং কুণাল ঘোষকে আজ ফের আদালতে তোলা হচ্ছে। সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মামলায় তাদের নগর দায়রা আদালতে পেশ করছে সিবিআই। এর আগে এই মামলার শুনানিতেই আদালতে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন কুণাল ঘোষ। পরে আদালত চত্বরে তিনি আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও।

.