ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে

বিধানগরে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাংসদ সৃঞ্জয় বসুকে।  সারদা তদন্তে তাঁকে ডেকে পাঠায় এমফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত সারদার সঙ্গে  ব্যবসায়িক চুক্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সৃঞ্জয় বসুকে। পাশাপাশি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের কর্তা প্রদীপ ট্যান্ডনকেও আজ ডেকে পাঠিয়েছে ইডি।

Updated By: Sep 29, 2014, 11:19 AM IST
ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে

ওয়েব ডেস্ক: বিধানগরে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাংসদ সৃঞ্জয় বসুকে।  সারদা তদন্তে তাঁকে ডেকে পাঠায় এমফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত সারদার সঙ্গে  ব্যবসায়িক চুক্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সৃঞ্জয় বসুকে। পাশাপাশি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের কর্তা প্রদীপ ট্যান্ডনকেও আজ ডেকে পাঠিয়েছে ইডি।

২০১২ সালে দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে চিকিত্সা হয় তৃণমূল সাংসদের। ব্যায়বহুল চিকিত্সার খরচ জুগিয়েছিল সারদা গোষ্ঠী।

 সেই সংক্রান্ত কাগজপত্র ইতিমধ্যেই ইডির কাছে জমা দিয়েছেন প্রদীপ ট্যান্ডন। ওইসব নথি খতিয়ে দেখার পর আজ ফের তাঁর সঙ্গে কথা বলবেন ইডি তদন্তকারীরা।

.