অর্ডিনান্সের বিরোধিতায় সরব পড়ুয়ামহল

শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার যে অর্ডিনান্স আনতে চলেছে, তার বিরোধিতায় সোমবার ফের পথে নামলেন ছাত্রছাত্রীরা। এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও-র তরফে সোমবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়।

Updated By: Oct 24, 2011, 05:23 PM IST

শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার যে অর্ডিনান্স আনতে চলেছে, তার বিরোধিতায় সোমবার ফের পথে নামলেন ছাত্রছাত্রীরা। এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও-র
তরফে সোমবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর পর সংগঠনের ছাত্রছাত্রীরা কলেজস্ট্রিট চত্বরে
প্রতিবাদ মিছিল করেন। অর্ডিনান্সের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্রছাত্রীরাও বিক্ষোভ দেখান। ছাতছাত্রীদের দাবি, কোর্ট ও
কাউন্সিলে তাঁদের প্রতিনিধিত্ব রাখতে হবে। বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ মিছিলের পর ছাত্রছাত্রীরা এইট-বি বাসস্ট্যান্ডের সামনে পথ অবরোধ করেন।

.