আজকের ভোট প্রচার

# মঙ্গলবার সকাল সকাল প্রচারে বেরোলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী বাসুদেব আচারিয়া। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামগুলি ঘুরে দেখেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করেন। পিছিয়ে নেই বিজেপিও। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার শহরের বিভিন্ন এলাকায় প্রচার সারেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে প্রচার চালান তিনি।

Updated By: Mar 11, 2014, 05:55 PM IST

# মঙ্গলবার সকাল সকাল প্রচারে বেরোলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী বাসুদেব আচারিয়া। জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামগুলি ঘুরে দেখেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করেন। পিছিয়ে নেই বিজেপিও। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার শহরের বিভিন্ন এলাকায় প্রচার সারেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে প্রচার চালান তিনি।

# জয়ের ধারা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর থেকে সারদা, কোনও ইস্যুকেই জয়ের পথে কাঁটা হিসেবে দেখছেন না তিনি। বরং পাল্টা দাবি, জমানত বাজেয়াপ্ত হতে পারে কংগ্রেস পার্থী মান্নান হুসেনেরই। চব্বিশ ঘণ্টায় একান্ত সাক্ষাত্কারে ভোট বিবিধ প্রশ্নের সোজাসাপটা জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

# রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম।

# বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার শুরু করে দিলেন আর কে হান্ডা। প্রাক্তন এই আইপিএস অফিসার এবারে বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী। মঙ্গলবার সকালে প্রচার করতে তিনি হাজির হন শ্যামনগর বাজার। কথা বলেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে।

# বিরোধীদের অভিযোগ, তিনি বাইরের লোক। বারাকপুর এলাকায় কী কী সমস্যা রয়েছে, তার বিন্দুবিসর্গও জানেন না। তবে এই অভিযোগে আমল দিতে নারাজ সিপিআইএম প্রার্থী সুভাষিণী আলি। আজ সকাল থেকে বারাকপুরের পানপাড়া, দুর্গামন্দির এলাকায় প্রচার চালালেন তিনি। মহিলাদের সুরক্ষা থেকে এলাকার উন্নয়ন। তাঁর প্রচারে থাকছে এই সমস্ত ইস্যুই। একান্ত সাক্ষাত্‍কারে জানিয়েছেন বারাকপুর কেন্দ্রের এই সিপিআইএম প্রার্থী।

.