মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস বিতর্কে নজিরবিহীন বার্তা নির্বাচন কমিশনের

মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস বিতর্কে নজিরবিহীন বার্তা নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো শো কজ নোটিসের জবাব কেন দিয়েছেন মুখ্যসচিব? তার কারণ জানতে চেয়ে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন নির্বাচন কমিশনের সচিব আর কে  শ্রীবাস্তব। আগামী একুশে এপ্রিলের মধ্যে মুখ্যসচিবকে কারণ দর্শিয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Updated By: Apr 20, 2016, 08:45 AM IST
 মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস বিতর্কে নজিরবিহীন বার্তা নির্বাচন কমিশনের

ওয়েব ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস বিতর্কে নজিরবিহীন বার্তা নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো শো কজ নোটিসের জবাব কেন দিয়েছেন মুখ্যসচিব? তার কারণ জানতে চেয়ে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন নির্বাচন কমিশনের সচিব আর কে  শ্রীবাস্তব। আগামী একুশে এপ্রিলের মধ্যে মুখ্যসচিবকে কারণ দর্শিয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাহলে কী একাধিক প্রশাসনিক কর্তার মতো মুখ্যসচিবকেও ভোটের মাঝে সরাতে পারে নির্বাচন কমিশন? কমিশনের চিঠির পর এখন এই জল্পনাই ঘোরাফেরা করছেন নবান্নের আনাচে-কানাচে। বিরোধীরা আগে থেকেই দাবি তুলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জবাব দেওয়ার কথা, সেটা কীভাবে দিতে পারেন মুখ্য সচিব।

.