রাজ্যের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ কমিশনের, মহিলা ভোটার বাড়ল ১৩.৫ লক্ষ

রাজ্যের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এবারের ভোটার তালিকায় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মহিলা ভোটারের সংখ্যা। ভোটারের সংখ্যাও গত বছরের তুলনায় প্রায় সাড়ে ১৩ লক্ষ বেশি।

Updated By: Jan 8, 2015, 08:07 PM IST
রাজ্যের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ কমিশনের, মহিলা ভোটার বাড়ল ১৩.৫ লক্ষ

ওয়েব ডেস্ক: রাজ্যের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এবারের ভোটার তালিকায় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মহিলা ভোটারের সংখ্যা। ভোটারের সংখ্যাও গত বছরের তুলনায় প্রায় সাড়ে ১৩ লক্ষ বেশি।

২০১৫ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংশোধন করা হয়েছে। গত বছর মোট ভোটার ছিল ৬ কোটি ২৪ লক্ষের কিছুটা বেশি। এবছর তা দাঁড়িয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ। গতবারের তুলনায় যা প্রায় তেরো লক্ষেরও বেশি। তবে, মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় সাত লক্ষ। এর ফলে পুরুষের তুলনায় মহিলা ভোটারের আনুপাতিক হারও বেড়েছে।

গতবছরের ভোটার তালিকা অনুযায়ী মহিলা-পুরুষের আনুপাতিক হার ছিল ৯২৩, এবার তা ৯২৫। বেড়েছে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যাও। তবে গতবারের তুলনায় নতুন ভোটারের সংখ্যা এবার অনেকটাই কম। ভোটারের সংখ্যা সব থেকে বেড়েছে মালদহ জেলায়। গতবছরের মতো এবছরও একশো শতাংশ ভোটারেরই এপিক হয়ে গিয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের।

.