আজও কাটল না একাদশ জট

একাদশ শ্রেণির পাঠ্যবই নিয়ে অচলবস্থা কাটল না। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৫ জুলাই। আজ হাইকোর্টে রাজ্যের তরফে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল। তিনি আদালতের কাছে কিছুটা সময় চাইলে আদালত ১৫ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে।

Updated By: Jul 12, 2013, 03:37 PM IST

একাদশ শ্রেণির পাঠ্যবই নিয়ে অচলবস্থা কাটল না। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৫ জুলাই। আজ হাইকোর্টে রাজ্যের তরফে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল। তিনি আদালতের কাছে কিছুটা সময় চাইলে আদালত ১৫ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে।
আজ দুপুরে অ্যাডভোকেট জেনারেলের ঘরে সব পক্ষের বৈঠক বসছে। ওই বৈঠকে সমস্যা সমাধানের চেষ্টা করার কথা বলা হয়েছে। পাশাপাশি, এই মামলায় বই ছাপা বন্ধ রাখা নিয়ে হাইকোর্ট যে অর্ন্তবর্তী নির্দেশ দিয়েছে তা মানা হচ্ছে কিনা, রাজ্যকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

.