শব্দ তাণ্ডবের প্রতিবাদ করায় এন্টালিতে প্রাণ গেল যুবকের

শব্দ তাণ্ডবের প্রতিবাদ করায় ফের প্রাণ খোয়াতে হল এক যুবককে। শব্দের জন্য আবার একজনকে শহিদ হতে দেখল শহর কলকাতা। ঘটনাস্থল খাস এন্টালি। পটারি রোডের একটি বিয়ে বাড়িতে গভীর রাত পর্যন্ত তারস্বরে মাইক বাজানো হয় বলে অভিযোগ। সঙ্গে চলছিল অশ্লীল নাচ। প্রতিবাদে সরব হন চন্দন ঘোষ, বিশু সরকার এবং টিঙ্কু সরকার নামের তিন স্থানীয় যুবক।

Updated By: Mar 8, 2014, 12:54 PM IST

শব্দ তাণ্ডবের প্রতিবাদ করায় ফের প্রাণ খোয়াতে হল এক যুবককে। শব্দের জন্য আবার একজনকে শহিদ হতে দেখল শহর কলকাতা। ঘটনাস্থল খাস এন্টালি। পটারি রোডের একটি বিয়ে বাড়িতে গভীর রাত পর্যন্ত তারস্বরে মাইক বাজানো হয় বলে অভিযোগ। সঙ্গে চলছিল অশ্লীল নাচ। প্রতিবাদে সরব হন চন্দন ঘোষ, বিশু সরকার এবং টিঙ্কু সরকার নামের তিন স্থানীয় যুবক।

গভীর রাতে বিয়ে বাড়িতে গান বাজানোর প্রতিবাদ করায় খুন হন ওই যুবক। ছুরিকাহত অন্য দুজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় তোতন হালদার নামে এক ব্যক্তি তাঁদের উপরে দা নিয়ে হামলা চালায়। এই ঘটনায় অভিযোগের তির সুধা দাস, বুচু হালদার, মিঠু দাস এবং সন্টু দাস নামে আরও কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দন ঘোষের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বিশু সরকার এবং টিঙ্কু সরকার।

.