স্নাতকোত্তরে ভর্তির জন্য কমছে স্নাতকস্তরের গুরুত্ব

স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে এবার স্নাতকস্তরে প্রাপ্ত নম্বরের গুরুত্ব কমানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য উচ্চশিক্ষা সংসদ। বরং উচ্চশিক্ষা সংসদের পরিচালনায় অভিন্ন প্রবেশিকা পরীক্ষার নম্বরই পাবে সবচেয়ে বেশি গুরুত্ব। আগামী শিক্ষাবর্ষেই নতুন এই নিয়ম কার্যকর করতে চাইছে উচ্চশিক্ষা সংসদ।

Updated By: Jan 15, 2013, 12:12 PM IST

স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে এবার স্নাতকস্তরে প্রাপ্ত নম্বরের গুরুত্ব কমানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য উচ্চশিক্ষা সংসদ। বরং উচ্চশিক্ষা সংসদের পরিচালনায় অভিন্ন প্রবেশিকা পরীক্ষার নম্বরই পাবে সবচেয়ে বেশি গুরুত্ব। আগামী শিক্ষাবর্ষেই নতুন এই নিয়ম কার্যকর করতে চাইছে উচ্চশিক্ষা সংসদ।
স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে এতদিন গুরুত্ব পেত স্নাতকস্তরে প্রাপ্ত নম্বর। কিন্তু সরকার পরিবর্তনের পরেই নবগঠিত উচ্চশিক্ষা সংসদ সিদ্ধান্ত নেয় স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে নিতে হবে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা। প্রাথমিকভাবে স্থির ছিল, সেক্ষেত্রে স্নাতকস্তরের প্রাপ্ত নম্বরের ওপর গুরুত্ব দেওয়া হবে পঞ্চাশ শতাংশ ও অভিন্ন পরীক্ষায় পাওয়া নম্বরের ওপর গুরুত্ব থাকবে পঞ্চাশ শতাংশ।
কিন্তু উচ্চশিক্ষা সংসদ এবার স্নাতকোত্তরে ভর্তি নিয়ে চূড়ান্ত যে খসড়া তৈরি করল সেখানে স্নাতকের পরীক্ষার নম্বরের গুরুত্ব করা হয়েছে ৪০শতাংশ। কিন্তু অভিন্ন প্রবেশিকা পরীক্ষার নম্বরের গুরুত্ব করা হয়েছে ৫০ শতাংশ। সেক্ষেত্রে ১০ শতাংশ নম্বর ধার্য করা হয়েছে মৌখিক বা লিখিত পরীক্ষার ওপর। অর্থাত যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন ছাত্র বা ছাত্রী সেই বিশ্ববিদ্যালয় ১০ শতাংশ নম্বরের জন্য পরীক্ষা নিতে পারবেন।
ফলে স্নাতকোত্তরে ভর্তির জন্য কার্যত একজন ছাত্র বা ছাত্রীকে তিনবার পরীক্ষায় বসতে হবে। স্নাতকস্তরে ভাল নম্বর পেলেই স্নাতকোত্তরে ভর্তির সুযোগ আর থাকছে তাদের হাতে। গোটা বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞদের কাছে মতামত জানতে চেয়েছে উচ্চশিক্ষা সংসদ।

.