বারবার নিউ আলিপুরেই কেন চুরির ঘটনা, উঠছে প্রশ্ন

বারবার নিউ আলিপুর। গত সোমবার একটি কুরিয়ার কোম্পানি থেকে চুরি যায় সাড়ে সাত লক্ষ টাকা। CTV বন্ধ করে নিখুঁত অপারেশন চালিয়ে পালায় দুষ্কৃতীরা। সে ছবি দেখে শিউরে উঠেছিলেন অনেকেই। তবে সে চুরির কিনারা করে ফেলে পুলিস। ধরা পড়ে যায় কুরিয়ার কোম্পানির দুই কর্মী। আর এর রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে নিউ আলিপুর।   

Updated By: Oct 20, 2016, 10:59 AM IST
বারবার নিউ আলিপুরেই কেন চুরির ঘটনা, উঠছে প্রশ্ন

ওয়েব ডেস্ক: বারবার নিউ আলিপুর। গত সোমবার একটি কুরিয়ার কোম্পানি থেকে চুরি যায় সাড়ে সাত লক্ষ টাকা। CTV বন্ধ করে নিখুঁত অপারেশন চালিয়ে পালায় দুষ্কৃতীরা। সে ছবি দেখে শিউরে উঠেছিলেন অনেকেই। তবে সে চুরির কিনারা করে ফেলে পুলিস। ধরা পড়ে যায় কুরিয়ার কোম্পানির দুই কর্মী। আর এর রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে নিউ আলিপুর।   

আরও পড়ুন আজই পূর্ণ হচ্ছে সিঙ্গুর আন্দোলনের বৃত্ত, কৃষকদের জমি ফিরিয়ে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী

ভরদুপুরে নিউ আলিপুরের এসএন রায় রোডে বৃদ্ধাকে বেঁধে রেখে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। ঘটনায় আটক শঙ্কর নামে এক প্রাক্তন পরিচারক। এই শঙ্করের নাম করেই বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন  ভরদুপুরে নিউআলিপুরে বৃদ্ধাকে বেঁধে রেখে লুঠ

 

.