ফের পুলিসের জালে ভুয়ো চিকিত্সক; এবার বেহালা থেকে
পুলিসের জালে এবার আরও এক ভুয়ো চিকিত্সকদের সংস্থা। গতকাল রাতে বেহালার বীরেন রায় রোডে একটি অলটারনেটিভ মেডিসিন কেন্দ্রের অফিসে হানা দেয় সিআইডি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে, জাল শংসাপত্র, কিছু নথি।
ওয়েব ডেস্ক : পুলিসের জালে এবার আরও এক ভুয়ো চিকিত্সকদের সংস্থা। গতকাল রাতে বেহালার বীরেন রায় রোডে একটি অলটারনেটিভ মেডিসিন কেন্দ্রের অফিসে হানা দেয় সিআইডি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে, জাল শংসাপত্র, কিছু নথি।
সিআইডি সূত্রের খবর, টাকার বিনিময়ে সংস্থা থেকে MBBS ডিগ্রি দেওয়া হত। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিস।অফিসটি সিল করে দেওয়া হয় রাতেই।
এই মুহূর্তে CID-র নজরে ৬০ সন্দেহভাজন ডাক্তারর রয়েছেন। প্রয়োজনে চার্জশিট পেশের আগে তাঁদের গ্রেফতার করা হতে পারে। গতকালও এক ভুয়ো চিকিত্সকের খোঁজ মিলেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। ওই ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন- CID-র নজরে ৬০ সন্দেহভাজন ডাক্তার