Kasba School Student Death: কসবায় ছাত্রের রহস্যমৃত্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ পরিবার...
২ সপ্তাহ পার। ৪ সেপ্টেম্বর কসবার একটি স্কুলে মৃত্যু হয় দশম শ্রেণির এক পড়ুয়ার। কীভাবে? স্কুল কর্তৃপক্ষের দাবি, কার্নিশে হাঁটার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে যায় ওই পড়ুয়া।
অর্ণবাংশু নিয়োগী: পুলিসি তদন্তে গাফিলতি? কসবায় ছাত্রের রহস্যমৃত্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ পরিবার। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি তুলেছেন বাড়ির লোকেরা। আগামিকাল, মঙ্গলবার মামলার শুনানি।
আরও পড়ুন: Mamata In Spain: আমার একমাত্র ‘ইজম’ হল মানবতাবাদ, বার্সেলোনায় খোলামেলা মুখ্যমন্ত্রী
২ সপ্তাহ পার। ৪ সেপ্টেম্বর কসবার একটি স্কুলে মৃত্যু হয় দশম শ্রেণির এক পড়ুয়ার। কীভাবে? স্কুল কর্তৃপক্ষের দাবি, কার্নিশে হাঁটার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে যায় ওই পড়ুয়া। এরপর গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পরিবারের পাল্টা দাবি, অত উঁচু থেকে পড়লে ঘাড় সহ অন্যান্য জায়গায় আঘাত থাকবে। এক্ষেত্রে তা নেই। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত পড়ুয়ার বাবা। শুধু তাই নয়, সেই অভিযোগের ভিত্তিতে স্কুলের অধ্যক্ষ, সহ অধ্য়ক্ষ ও ২ শিক্ষকের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করেছে পুলিস। এবার মামলা গড়াল হাইকোর্টে।
আরও পড়ুন: Abhishek On CPM: ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে নেই সিপিএম, দিল্লি যাওয়ার আগে এনিয়ে মুখ খুললেন অভিষেক
এর আগে, ময়নাতদন্তের পর যখন ওই পড়ুয়া দেহ যখন আনা হয়েছিল বাড়িতে, তখন পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠেছিল। দোষীদের গ্রেফতারের দাবিতে কসবা থানার সামনে দেহ রেখে বিক্ষোভ ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রুবি বাইপাস কানেক্টর দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ।