মহাকরণে মিলবে ন্যায্য দামে মুর্গি

কলকাতা ও শহরতলিতে এলোমেলো দামে বিক্রি হচ্ছে মুর্গির মাংস। দাম উঠছে কেজিতে ১৮০ টাকা পর্যন্ত। মহাকরণে খবর পৌঁছতেই তত্পর মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, যেমন খুশি দামে মুর্গির মাংস বিক্রি নিয়ন্ত্রণে পথে নামবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আর মূল্যবৃদ্ধিতে হাসফাঁস সরকারি কর্মীদের রিলিফ দিতে সস্তাদরে মুর্গির মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ দফতর। বৃহস্পতিবার থেকেই মহাকরণে চালু হল ফেয়ার প্রাইস চিকেন।

Updated By: May 23, 2013, 11:28 PM IST

কলকাতা ও শহরতলিতে এলোমেলো দামে বিক্রি হচ্ছে মুর্গির মাংস। দাম উঠছে কেজিতে ১৮০ টাকা পর্যন্ত। মহাকরণে খবর পৌঁছতেই তত্পর মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, যেমন খুশি দামে মুর্গির মাংস বিক্রি নিয়ন্ত্রণে পথে নামবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আর মূল্যবৃদ্ধিতে হাসফাঁস সরকারি কর্মীদের রিলিফ দিতে সস্তাদরে মুর্গির মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ দফতর। বৃহস্পতিবার থেকেই মহাকরণে চালু হল ফেয়ার প্রাইস চিকেন।
বেলা ১২টা। বৃহস্পতিবারের বারবেলায় মহাকরণে এসে পৌঁছয় প্যাকেট করা মুর্গির মাংস। ১৫০ টাকা কেজি। প্রতিটি প্যাকেট ৫০০ গ্রামের। মহাকরণের নীচতলায় রয়েছে প্রাণী সম্পদ বিকাশ দফতরের বিক্রয় কেন্দ্র। পসরা সাজিয়ে বসেন কর্মীরা। ক্রমে ক্রমে সেই বার্তা রটে গেল মহাকরণজুড়ে। নানা দফতর থেকে হাজির কর্মীরা। তৈরি হয়ে গেল লাইন। দ্রুত হাতে চলল কেনাবেচা।
 
তবে শুধুই বিকিকিনি নয়। কড়া ব্যবস্থাও নিতে চলেছে সরকার। বিভিন্ন দামে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে মুর্গির মাংস। ইচ্ছেমত দামে মুর্গির মাংস বিক্রি বন্ধ করতে এবার পরিদর্শনে নামবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কিন্তু শুধু পরিদর্শনেই কি কমবে  মুর্গির মাংসের দাম? না আঁচালে বিশ্বাস নেই, বলছে জনতা।
 

.