সারদা কাণ্ডে জড়িত কলকাতা পুরসভা! অভিযোগে উত্তাল অধিবেশন

সারদা কাণ্ডে যুক্ত কলকাতা পুরসভা। এই অভিযোগে আজ উত্তাল হল পুরসভার অধিবেশন। অভিযোগ, মাত্র দুহাজার বর্গফুট এলাকায় সারদা গোষ্ঠীর তেতাল্লিশটি সংস্থাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কলকাতা পুরসভা। সবকটি লাইসেন্সেরই মালিক সুদীপ্ত সেন।

Updated By: May 23, 2013, 08:21 PM IST

সারদা কাণ্ডে যুক্ত কলকাতা পুরসভা। এই অভিযোগে আজ উত্তাল হল পুরসভার অধিবেশন। অভিযোগ, মাত্র দুহাজার বর্গফুট এলাকায় সারদা গোষ্ঠীর তেতাল্লিশটি সংস্থাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কলকাতা পুরসভা। সবকটি লাইসেন্সেরই মালিক সুদীপ্ত সেন।
455, নম্বর ডায়মন্ডহারবার রোড। ওই ঠিকানায় মাত্র দুহাজার বর্গফুট এলাকায় সুদীপ্ত সেনের মালিকানাধীন তেতাল্লিশটি সংস্থাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কলকাতা পুরসভা। এই বিস্ফোরক অভিযোগটি পুরসভার অধিবেশনে এনেছেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। ওই ঠিকানাটি  মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নিজের বিধানসভা এলাকা পূর্ব  বেহালায়। এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন প্রকাশ উপাধ্যায়।
শুধু চারশ পঞ্চান্ন ডায়মন্ডহারবার রোড নয়,  কোনওরকম অনুসন্ধান না করেই শহরে সারদার মোট ঊনসত্তরটি সংস্থাকে দেওয়া হয়েছে ট্রেড লাইসেন্স। চারশ পঞ্চান্ন ডায়মন্ড হারবার রোডের ঠিকানায় যে ৪৩টি সংস্থাকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে তারমধ্যে ৫০০টির বেশি সংস্থার লাইসেন্স  প্রোমোটারির জন্য। পুরসভার লাইসেন্স বিভাগের সামান্য নজরদারি থাকলে যা কোনওমতেই সম্ভব নয়। লাইসেন্স দেওয়ায় কোনও দুর্নীতি হয়েছে বলে মানতে নারাজ মেয়র শোভন চট্টোপাধ্যায়।
মেয়র যতই অভিযোগ অস্বীকার করুন না কেন, তথ্য বলছে অন্য কথা। ৪৫৫ নম্বর ডায়মন্ডহারবার রোডের ঠিকানায় দু হাজার বর্গফুট এলাকার হিসেব থাকলেও ট্রেড লাইসেন্স দেওয়ার হিসেব তা কিন্তু প্রায় ছয় হাজার বর্গফুট। বাকি চার হাজার বর্গফুটের কোনও হদিস নেই পুরসভার নথিতে।

.