নাইট ডিউটির ক্লান্তি চালকের, গাড়ি চালাতে গিয়ে ঘুমে ঢুলে পড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা

প্রগতি ময়দানের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে গাড়িটি। 

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Mar 30, 2021, 09:23 AM IST
নাইট ডিউটির ক্লান্তি চালকের, গাড়ি চালাতে গিয়ে ঘুমে ঢুলে পড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: ফের ভোরের শহরে পথ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে চিংড়িঘাটা থেকে প্রগতি ময়দান যাওয়ার পথে বিপত্তি। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। জানা গিয়েছে নাইট ডিউটি সেরে নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন এক আইটি কর্মী। প্রগতি ময়দানের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়ে গাড়িটি। 

আরও পড়ুন: BJP কর্মীর বাগানে ঢুকল TMC কর্মীর 'মহেশ', বাঁকুড়ায় থানার সামনেই খণ্ডযুদ্ধ

কিন্তু  ধাক্কা লাগার পরই চালকের আসনের এয়ারব্যাগ খুলে যাওয়ায় তাঁর প্রাণহানি ঘটেনি। খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিস ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। চৌবাগার বাসিন্দা ওই আইটি কর্মীকে আটক করা হয়েছে। তিনি পুলিসের কাছে স্বীকার করেছেন, সারারাত জেগে কাজ করার পর ক্লান্ত হয়ে গিয়েছিলেন। গাড়ি চালাতে চালাতে ক্লান্তিতেই আচমকা ঘুমে ঢুলে পড়েন ওই ব্যক্তি। আর তাতেই এই দুর্ঘটনা ঘটে।

.