করোনায় মৃতের সংখ্যা নিয়ে ফেসবুকে পোস্ট, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে FIR

বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। জগতবল্লভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডু স্থানীয় থানায় সুজনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Updated By: Apr 23, 2020, 12:00 PM IST
করোনায় মৃতের সংখ্যা নিয়ে ফেসবুকে পোস্ট, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে FIR

নিজস্ব প্রতিবেদন:  করোনায় মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য দেওয়ার অভিযোগ। বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। জগতবল্লভপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডু স্থানীয় থানায় সুজনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তাঁর অভিযোগ, সুজন চক্রবর্তী কিছুদিন আগে তাঁর নিজের অ্যাকাউন্ট থেকে ফেসবুকে করোনায় মৃতের সংখ্যা নিয়ে একটি তালিকা পোস্ট করেছিলেন। তাতে তিনি মৃতের সংখ্যা ৭ বলে উল্লেখ করেছিলেন। তালিকায় নাম ছিল জগতবল্লভপুরের এক মহিলার।

আতঙ্কের মধ্যেই খানিক স্বস্তি আনল কাটোয়া মহকুমা হাসপাতাল ও কাঁথির নার্সিংহোমের খবর
রঞ্জন কুণ্ডুর দাবি, ওই মহিলার মৃত্যু গোলাবাড়ি থানার কাছে আইএলএস হাসপাতালে হয়। তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হৃদরোগে আক্রান্ত হয়ে বলে রয়েছে। তাঁর অভিযোগ, সুজনবাবু ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।                                                             
তাই তিনি এফআইআর করেছেন। সিপিএমের জেলা সম্পাদক বিপ্লব মজুমদার জানিয়েছেন. ওই মহিলার শেষকৃত্য করোনায় মৃত রোগীর মত করা হয়েছিল। আইনের পথেই লড়াই হবে।
সুজন চক্রবর্তী বলেন, "কে অভিযোগ করেছেন, আমি জানি না। দেশের লোক জানে কী হচ্ছে, তথ্য গোপন করলে আমাদের রাজ্যের বিপদ হচ্ছে, রাজ্যের বদনাম হচ্ছে। "

.