ফের অগ্নিকাণ্ড কলকাতার বড়বাজারে

নন্দরাম মার্কেটের স্মৃতি উসকে দিয়ে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে। শনিবার রাত নটা নাগাদ যমুনালাল বাজাজ স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। প্রথমে দোতলার কাপড়ের গুদামে আগুন লাগলেও কিছুক্ষণের মধ্যে গোটা বহুতলই আগুনের গ্রাসে চলে যায়। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

Updated By: Jul 7, 2012, 11:15 PM IST

নন্দরাম মার্কেটের স্মৃতি উসকে দিয়ে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বড়বাজারে। শনিবার রাত নটা নাগাদ যমুনালাল বাজাজ স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। প্রথমে দোতলার কাপড়ের গুদামে আগুন লাগলেও কিছুক্ষণের মধ্যে গোটা বহুতলই আগুনের গ্রাসে চলে যায়। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দমকলের পনেরটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বাড়িটি সরু গলির মধ্যে হওয়ায় দমকলের গাড়ির ভিতরে ঢুকতে অসুবিধা হচ্ছে। পাশের একটি বাড়ির ছাদ থেকেও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।
আগুন আশেপাশে ছড়িয়ে পড়া আটকাতে ওই বহুতলের দেওয়াল ঠাণ্ডা রাখার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। খবর পেয়ে দশটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী জাভেদ খান। জলের অভান নিয়ে অভিযোগ উঠলেও তা মানতে চাননি দমকলমন্ত্রী। এসি মেশিন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই ঘটনার জেরে আশেপাশের বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।              

.