রবিবারের সকালে শহরে ফের অগ্নিকাণ্ড, কাঁকুরগাছিতে বহুতলে আগুন
কাশী নিকেতন নামক বহুতলে আগুন লাগে।
নিজস্ব প্রতিবেদন : কাঁকুরগাছিতে বহুতলে আগুন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কাঁকুরগাছির কাশী নিকেতন আবাসন।
রবিবার সকালে ওই আবাসনের দোতলায় একটি বিউটি পার্লারে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। সেই সময় পার্লারটি বন্ধ ছিল। শাটারের নীচ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন আবাসনের নিরাপত্তারক্ষী। দোতলার উপরেই রয়েছে আরও ২টি তলা। সেখানে একাধিক ফ্ল্যাট রয়েছে।
আরও পড়ুন, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে CAA ইস্যুতে উসকাচ্ছে জঙ্গি সংগঠনগুলি : রিপোর্ট
আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্ল্যাটের আবাসিকদের মধ্যে। একে একে নেমে আসেন তাঁরা। ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাচ ভেঙে ধোঁয়া বের করা হয়দমকল সূত্রে খবর, পার্লারে অগ্নিনির্বাপণ ব্যাবস্থা ছিল। কিন্তু তা কাজ করেনি। বহু সামগ্রী পুড়ে গিয়েছে। ঘটনায় এক দমকল কর্মী আহত হয়েছেন।