দমকল মন্ত্রীর সারপ্রাইড ভিজিটের প্রথম দিনেই ফেল প্যান্টালুনস

শহরে বার বার বড়সড় অগ্নিকাণ্ডের জেরে তত্‍পর প্রশাসন। 

Updated By: Jan 28, 2019, 04:45 PM IST
দমকল মন্ত্রীর সারপ্রাইড ভিজিটের প্রথম দিনেই ফেল প্যান্টালুনস

 নিজস্ব প্রতিবেদন:  দমকল বিভাগের সারপ্রাইজ ভিজিটের প্রথম দিনই নজরে বড়সড় গলদ। কাঁকুড়গাছি প্যান্টালুনসে কাজই করল না হিট ডিটেক্টর। স্মোক অ্যালার্মের শব্দ এতটাই আসতে, যে শোনা যায় না। জলাধারেও অপর্যাপ্ত জল। শহরে নামীদামী বিপণীতে অগ্নিসুরক্ষার এই বেহাল ছবি ধরা পড়ল খোদ দমকলমন্ত্রীর সামনে।

শহরে বার বার বড়সড় অগ্নিকাণ্ডের জেরে তত্‍পর প্রশাসন। ময়দানে নামলেন খোদ দমকলমন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন দমকলের ডিজি জগমোহন। সোমবার সকালে শহরের একাধিক বড় বড় শপিং মলে সারপ্রাইজ ভিজিট করেন তাঁরা। একই সঙ্গে একাধিক বহুতলে যায় দমকলের টিম। খতিয়ে দেখা হয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

আরও পড়ুন: ফের ঈশ্বরগুপ্ত সেতুতে ফাটল, ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি

নাগেরবাজারের ডায়মন্ড প্লাজা দিয়ে অভিযান শুরু হয়। প্রতি মাসে শহরজুড়ে একশোটি ফায়ার অডিট করার সিদ্ধান্ত নিয়েছে দমকল দফতর। দমকলমন্ত্রীর হুঁশিয়ারি, ত্রুটি পেলেই নোটিস ধরানো হবে। তাতেও কাজ না হলে আইন ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে এবার  রাজ্যের ২২১ টি কোচিং সেন্টারকে অনুদান দেবে সরকার

কাঁকুড়গাছি প্যান্টালুনসে ধরা পড়ল গলদ। এই মলে হিট ডিটেক্টর ঠিকমতো কাজ করে না। এমনকি স্মোক অ্যালার্মও শব্দ খুব আস্তে বাজে। জলাধারেও পূর্ণ জল নেই। তাদের সতর্ক করা হয়েছে।

.