২১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল রাজারহাটের আগুন
অবশেষে ২১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল রাজারহাটের ওষুধের গুদামের আগুন। গতকাল বিকেলে জগারডাঙায় ডিরোজিও কলেজের কাছে গুদামটিতে বিধ্বংসী আগুন লাগে। প্রচুর রাসায়মিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় দমকলের আটটি ইঞ্জিন। রাতভর আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকলকর্মীরা। অবশেষে আজ দুপুরে দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকল।
ওয়েব ডেস্ক: অবশেষে ২১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল রাজারহাটের ওষুধের গুদামের আগুন। গতকাল বিকেলে জগারডাঙায় ডিরোজিও কলেজের কাছে গুদামটিতে বিধ্বংসী আগুন লাগে। প্রচুর রাসায়মিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় দমকলের আটটি ইঞ্জিন। রাতভর আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকলকর্মীরা। অবশেষে আজ দুপুরে দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকল।
গুদামের মালিক বিএল ফার্মা হলেও গুদামটি লিজ নিয়ে ব্যবসা চালাচ্ছিল বিডি ইন্ডিয়া। গুদামে পর্যাপ্ত অগ্নি-সুরক্ষা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন দমকল কর্মীরা। বিষয়টি নিয়ে সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেদমকলের তরফে জানানো হয়েছে।