''কাউকে তোয়াজ করি না'', বিধানসভায় দাঁড়িয়ে বললেন ফিরহাদ হাকিম

খুব তাড়াতাড়ি কালীঘাটেও স্কাইওয়াক হবে বলে জানান তিনি। এদিন বিধানসভায় দাঁড়িয়েই ফিরহাদ বলেন, “কোনও ধর্মকে তোয়াজ করি না আমরা। বাংলার ঐক্যে বিশ্বাস করি। এটাই আমাদের ঐতিহ্য।”

Updated By: Jun 26, 2019, 01:07 PM IST
''কাউকে তোয়াজ করি না'', বিধানসভায় দাঁড়িয়ে বললেন ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিবেদন:  বিধানসভা অধিবেশনে উঠে এল মন্দির উন্নয়নের প্রশ্ন। এদিন বিধানসভায় দাঁড়িয়েই ফিরহাদ হাকিম জোর গলায় বললেন,  “আমরা কাউকে তোয়াজ করি না।”

 

এদিনের প্রশ্নোত্তর পর্বে ফিরহাদ হাকিম বলেন, “এখানে অনেকেই তোয়াজের  কথা বলেন। অনেকেই বলেন, আমরা নাকি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে তোয়াজ করি। তাঁদের বলে রাখি, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি  করেছি। ভোগঘর হচ্ছে। তাঁরা একবার সেটা দেখুন।”

ফিরহাদ হাকিম দাবি করেন,  “তারকেশ্বরে ও অনেক উন্নয়ন হয়েছে। আমরা সর্ব ধর্ম বিশ্বাস করি,  এটা  ওদিকে যারা বসে বিশ্বাস করে না।”

বিধানসভায় কংগ্রেসের আসনে বসে ‘জয় শ্রী রাম’ স্লোগান, দুলাল বরকে সতর্ক করলেন মান্নান

খুব তাড়াতাড়ি কালীঘাটেও স্কাইওয়াক হবে বলে জানান তিনি। এদিন বিধানসভায় দাঁড়িয়েই ফিরহাদ বলেন, “কোনও ধর্মকে তোয়াজ করি না আমরা। বাংলার ঐক্যে বিশ্বাস করি। এটাই আমাদের ঐতিহ্য।”

ওয়াকফ বোর্ডের মতোই রাজ্যের মন্দিরহগুলোর জন্য কোনও কমিটি গঠন করা যায় কিনা, এদিনের অধিবেশনে তার প্রস্তাব ওঠে। ফিরহাদ বলেন, “এটা আমার দফতর  না তাও দেখব আমরা,  কী করা যায়।”  উল্লেখ্য, নজিরবিহীনভাবে এদিন বিধানসভায় মন্দির উন্নয়নের প্রশ্ন ওঠে।

 

.