কোভিড-সৎকারে রাজ্যে ৬ মাসেই নতুন শ্মশান, পরিজনদের পছন্দের জায়গায় সৎকার
রোগীর পরিজনরা চাইলে পছন্দের জায়গায় সৎকার করতে পারেন বলে এ দিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
নিজস্ব প্রতিবেদন: শ্মশানে কোভিড মৃতদেহ সৎকারে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। সেজন্য বিকল্প ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। তবে তা তৈরি হতে ৬ মাস লাগবে বলে জানালেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিকে, শনিবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানাল, নিজের পছন্দের জায়গায় সৎকার করতে পারবেন রোগীর পরিজনরা। সোজা সৎকারস্থলে নিয়ে যেতে হবে মৃতদেহকে।
কোভিডের প্রথম পর্বেই বিভিন্ন শ্মশানে সৎকার নিয়ে বিক্ষোভের মুখে পড়েছিল প্রশাসন। দেহ সৎকারের ব্যবস্থা করা হয়েছিল ধাপায়। তবে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ধাপার উপরে চাপ বাড়ছে। এমতাবস্থায় বিকল্প ব্যবস্থা তৈরি করা হচ্ছে বলে জানালেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার 'মেয়র অন কল' কর্মসূচিতে তিনি বলেন,''ভাটছড়ায় শ্মশানটি তৈরি হতে লেগে যাবে অন্তত ৬ মাস। কবরের জন্য ইস্টার্ন বাইপাস সংলগ্ন একটি জায়গা চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। দখলদারি হঠিয়ে স্থানটি পরিষ্কার করা হয়েছে।''
রোগীর পরিজনরা চাইলে পছন্দের জায়গায় সৎকার করতে পারেন বলে এ দিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বাস্থ্য দফতর। নোডাল অফিসারকে আগাম তা জানাতে হবে। শর্ত একটাই, সোজা সৎকারস্থলে নিয়ে যেতে হবে মৃতদেহ। বাড়িতে বা অন্যত্র মৃতদেহ নিয়ে যাওয়া যাবে না। কোভিড বিধি মানতে হবে পরিজনদের। কোভিড রিপোর্টের অপেক্ষায় মৃতদেহ ফেলে রাখা যাবে না। বিধি মেনেই সৎকার করতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন- টিকার উৎপাদন না বাড়িয়ে প্রদীপ জ্বালাতে, ঘণ্টা বাজাতে বলেছেন PM Modi: Firhad