নকশায় খুঁত, পিছল উড়ালপুলের কাজ

নকশায় ভুল থাকায় এক বছর পিছিয়ে গেল উড়ালপুল তৈরির কাজ। পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজ থেকে সায়েন্স সিটির পরমা আইল্যান্ড পর্যন্ত উড়ালপুলটি হওয়ার কথা। কিন্তু নকশায় ভুল থাকায় উড়ালপুল তৈরির কাজ পিছোতে হল বলে জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Updated By: Oct 10, 2012, 10:23 PM IST

নকশায় ভুল থাকায় এক বছর পিছিয়ে গেল উড়ালপুল তৈরির কাজ। পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজ থেকে সায়েন্স সিটির পরমা আইল্যান্ড পর্যন্ত উড়ালপুলটি হওয়ার কথা। কিন্তু নকশায় ভুল থাকায় উড়ালপুল তৈরির কাজ পিছোতে হল বলে জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
নতুন করে উড়ালপুল তৈরি করতে প্রায় ২০০ কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি। নতুন পদ্ধতিতে ৪ নম্বর উড়াল পুলের ওপর দিয়ে পোর্টাল ব্রিজ তৈরির জন্য লার্সেন অ্যান্ড টুবরোকে বরাত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

.