Mamata Banerjee On Durga Puja UNESCO Recognition: এবার দেখার মতো কার্নিভ্যাল! 'পুজোর ১ মাস আগে সবাইকে রাস্তায় নামাব', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা-সহ সমস্ত জেলায় উদযাপনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Updated By: Feb 3, 2022, 04:43 PM IST
Mamata Banerjee On Durga Puja UNESCO Recognition: এবার দেখার মতো কার্নিভ্যাল! 'পুজোর ১ মাস আগে সবাইকে রাস্তায় নামাব', বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: বাঙালির সবচেয়ে উৎসবকে হেরিটেজ তকমা দিয়েছে UNESCO। ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দুর্গাপুজোকে (Durga Puja)। এই স্বীকৃতিকে সম্মান জানাতে বৃহস্পতিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি জানান, পয়লা সেপ্টেম্বর কলকাতা-সহ প্রতিটা জেলায় বিশেষ অনুষ্ঠান হবে। শ্যামবাজার থেকে শোভাযাত্রা হবে। 

মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, "ওইদিন বেলা ১টার সময় শহর এবং জেলার সমস্ত ক্লাব, লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কেউ উলু ধ্বনি দেবে, কেউ দোয়া চাইবেন। যে যাঁর ধর্ম মেনে সম্মান জানাবেন। বাংলাকে স্বীকৃতি দিলে বাংলা যে কীভাবে সেটাকে মর্যাদা দেয় সেটা দেখানো আমাদের কাজ। এটা চ্যালেঞ্জ হিসেবে সমস্ত দফতরকে নিতে হবে।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "এবার পুজো কার্নিভ্যাল রেড রোডে দেখার মতো করব। পুজোর একমাস আগে সবাইকে আমারা রাস্তায় নামিয়ে দেবো।" 

এখানেই শেষ নয়, মুখ্যসচিবকে একটা লোগো তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তিনি বলেন, "UNESCO-র স্বীকৃতিকে কেন্দ্র করে একটা লোগো হবে। প্রতিটা সমস্ত হোর্ডিংয়ে ওই লোগো ব্যবহার করবে। বিশ্ববাংলার লোগো থাকবে। আমাকে সাজেশন পাঠাবেন। আমি ঠিক করে দেবো। বাংলাকে গর্ব করার মতো যে জিনিসগুলো আমরা পাই তা যেন আমরা আগলে রাখি।" 

আরও পড়ুন: Mamata Banerjee: গাফিলতি বরদাস্ত নয়! 'পয়সা দিলাম আর মেলা করলাম, চলবে না' আধিকারিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: Post Poll Violence Case Against Anubrata: 'ভোট পরবর্তী অশান্তি' মামলায় হাইকোর্টে স্বস্তি অনুব্রতর, তারাপীঠে মহাযজ্ঞ 'কেষ্ট'র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.