বিদেশিনীর শ্লীলতাহানি শহরে, ধৃত ১
মহাত্মা গান্ধী রোডে চলন্ত বাসে বিদেশিনীর শ্লীলতাহানির ঘটনায় ফের প্রশ্নের মুখে মহানগরের নিরাপত্তা। নিগ্রহের শিকার পড়াশুনার সূত্রে দক্ষিণ কোরিয়া থেকে শহরে আসা বছর তেইশের এক তরুণী। ঘটনাস্থল থেকেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত সুজিত মণ্ডল। ধৃতকে আটদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
মহাত্মা গান্ধী রোডে চলন্ত বাসে বিদেশিনীর শ্লীলতাহানির ঘটনায় ফের প্রশ্নের মুখে মহানগরের নিরাপত্তা। নিগ্রহের শিকার পড়াশুনার সূত্রে দক্ষিণ কোরিয়া থেকে শহরে আসা বছর তেইশের এক তরুণী। ঘটনাস্থল থেকেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত সুজিত মণ্ডল। ধৃতকে আটদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার ভোরে ঠাকুরপুকুর-হাওড়া রুটের একটি চলন্ত বাসের মধ্যেই শ্লীলতাহানির শিকার হন দক্ষিণ কোরিয়ার বাসিন্দা এই তরুণী। জানা গিয়েছে, লেখাপড়ার সূত্রে বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ওই তরুণী গত কয়েকমাস ধরে ঠাকুরপুকুর এলাকায় থাকতেন। সোমবার ভোরে সঙ্গীদের সঙ্গে হাওড়ার ফুলের বাজারে যাচ্ছিলেন। তরুণীর অভিযোগ, ভোর সাড়ে ছটা নাগাদ, এমজি রোডে চলন্ত বাসের মধ্যেই তাঁর সঙ্গে অশালীন আচরণ করে এক যুবক। ঘটনার প্রতিবাদ করায় শুরু হয় বচসা।
তরুণীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত সুজিত মণ্ডলকে। দুপুরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে অভিযুক্তকে আটদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা।