ইকবালপুর কাণ্ড: ধৃতদের আদালতে পেশের সময় গাড়িতে হামলা চালাল উত্তেজিত জনতা

ইকবালপুর হত্যাকাণ্ডের তদন্ত ভার নিল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। ঘটনায় মূল অভিযুক্ত সিকন্দরসহ মহম্মদ আমিন আজ আলিপুর আদালতে তোলা হবে। ঘটনায় অভিযুক্ত চার জনের মধ্যে দুজনই নাবালক। এক ধৃতের পরিবার আজ সকালে পুলিসের কাছে বয়সের প্রমাণপত্র জমা দেয়। অভিযুক্ত নাবালকদের আজ পেশ করা হবে জুভেনাইল আদালতে। অন্যদিকে আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল।

Updated By: Apr 14, 2014, 01:16 PM IST

ইকবালপুর কাণ্ডে ধৃতদের আদালতে পেশ করার সময পুলিসের গাড়িতে হামলা চালাল উত্তেজিত জনতা তাদের দাবি, অভিযুক্তদের ফাঁসি দেওয়া হোক।

ইকবালপুর হত্যাকাণ্ডের তদন্ত ভার নিল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। ঘটনায় মূল অভিযুক্ত সিকন্দরসহ মহম্মদ আমিন আজ আলিপুর আদালতে তোলা হবে। ঘটনায় অভিযুক্ত চার জনের মধ্যে দুজনই নাবালক। এক ধৃতের পরিবার আজ সকালে পুলিসের কাছে বয়সের প্রমাণপত্র জমা দেয়। অভিযুক্ত নাবালকদের আজ পেশ করা হবে জুভেনাইল আদালতে। অন্যদিকে আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল।

পুলিস সূত্রে খবর, তিন তিনটি খুনে অভিযুক্ত সিকন্দরকে ছাড়াতে শনিবার গভীর রাত পর্যন্ত একবালপুর থানায় বসে তার হয়ে সওয়াল করে যান স্থানীয় যুব তৃণমূল নেতা বিশ্বজিত লালা। কিন্তু পুলিসের জেরার মুখে সিকান্দর খুনের কথা স্বীকার করতেই, থানা ছাড়েন বিশ্বজিত। পুলিস স্পষ্টই বিশ্বজিতকে জানিয়ে দেয়, তাদের হাতে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে সিকান্দরের বিরুদ্ধে। শুধু শনিবার নয়। তেসরা এপ্রিল থেকে যতবার সিকান্দরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে, ততবারই সিকান্দরের সঙ্গী ছিলেন বিশ্বজিত লালা। সিকান্দরের সঙ্গে থানায় যাওয়ার কথা কবুল করে নিয়েছেন তিনি।

.