সুলতান-রাহার ফের সংঘাত
তিন রেঞ্জারের বদলিকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এসে পড়ল প্রধান মুখ্য বনপাল এম এ সুলতান এবং প্রধান মুখ্য বনপাল (সাধারণ) অতনু রাহার সংঘাত। বনমন্ত্রী হিতেন বর্মনের সুপারিশেই তিন রেঞ্জারকে বদলির নির্দেশ দেন অতনু রাহা। সেই নির্দেশ খারিজ করেছেন এম এ সুলতান। এপ্রসঙ্গে বনমন্ত্রীর আগের নির্দেশ দেখিয়েছেন তিনি।
তিন রেঞ্জারের বদলিকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এসে পড়ল প্রধান মুখ্য বনপাল এম এ সুলতান এবং প্রধান মুখ্য বনপাল (সাধারণ) অতনু রাহার সংঘাত। বনমন্ত্রী হিতেন বর্মনের সুপারিশেই তিন রেঞ্জারকে বদলির নির্দেশ দেন অতনু রাহা। সেই নির্দেশ খারিজ করেছেন এম এ সুলতান। এপ্রসঙ্গে বনমন্ত্রীর আগের নির্দেশ দেখিয়েছেন তিনি।
এম এ সুলতান যখন বেআইনি করাত কলের বিরুদ্ধে অভিযান শুরু করেন সেই সময় থেকেই বনমন্ত্রীর সঙ্গে তাঁর সংঘাতের সূচনা। সেসময় প্রধান মুখ্য বনপাল সাধারণের পদ সৃষ্টি করে তড়িঘড়ি অতনু রাহাকে ফিরিয়ে আনেন বনমন্ত্রী। গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব তুলে দেন তাঁর হাতে। এছাড়াও ব্যাঙডুবির রেঞ্জারের বদলিকে কেন্দ্র করেও প্রধান মুখ্য বনপাল এম এ সুলতান এবং বনমন্ত্রীর সংঘাত বাধে। তাঁদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে আইজিপি বনসুরক্ষা পদটি নিয়েও। পরিপ্রেক্ষিতে এবার তিন রেঞ্জারের বদলির নির্দেশ খারিজ করেছেন এম এ সুলতান।