বিভক্ত বিক্ষোভ
যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে জিডি বিড়লা স্কুলে ক্লাস বয়কটকে ঘিরে বিভক্ত হয়ে গেলেন অভিভাবকরা। স্কুল চত্বরেই বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তাঁরা। স্কুল বয়কটের পক্ষে বিপক্ষে চলল প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ।
কলকাতা: যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে জিডি বিড়লা স্কুলে ক্লাস বয়কটকে ঘিরে বিভক্ত হয়ে গেলেন অভিভাবকরা। স্কুল চত্বরেই বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তাঁরা। স্কুল বয়কটের পক্ষে বিপক্ষে চলল প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ।
ছাত্রীদের নিরাপত্তার দাবিতে এক জোট ছিলেন অভিভাবকরা। কিন্তু বুধবার সেই জোট ভেঙে দিল ক্লাস বয়কটের সিদ্ধান্ত। জিডি বিড়লা স্কুলের বাইরে অভিভাবকদের বচসা-হাতাহাতি। অভিভাবকদের একাংশের দাবি, ক্লাস বয়কট নয়। স্কুলে স্বাভাবিক চলুক পড়াশোনা। নিরাপত্তা জোরদার করুক কর্তৃপক্ষ।
অভিভাবকদের একটা অংশ চান বলেই পুলিসি প্রহরায় কয়েকজন ছাত্রীকে স্কুলের ভিতরে নিয়ে যাওয়া হয়। শুরু হয় ক্লাস। তবে মতভেদ যে মেটেনি তা বোঝা যায় স্কুল ছুটির পর, অভিভাবকদের অন্য অংশ তখন ক্লাস বয়কটের ডাক দিয়ে ফের হাজির স্কুলের সামনে। স্কুল চত্বরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হলেন দুপক্ষই।