বুধবার দিনভর কী চলল জিডি বিড়লায়? টাইমলাইন

Updated By: Nov 12, 2014, 09:38 PM IST
বুধবার দিনভর কী চলল জিডি বিড়লায়? টাইমলাইন

সোমবার, মঙ্গলবারের পর আজও বিক্ষোভের আঁচ এতটুকু কমেনি জিডি বিড়লা স্কুলে। স্কুল চত্বরে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা। বিক্ষোভকারীদের একাংশের দাবি, নিরাপত্তা নিয়ে লিখিত নিশ্চয়তা না পেলে কিছুতেই নিজের সন্তানকে স্কুলে পাঠাবেন না তাঁরা।

সোমবার আর মঙ্গলবারের বিক্ষোভের আঁচটা জোরালো ছিল। এক জোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা।

বুধবার

সেই জোট বদ্ধ বিক্ষোভ ভেঙে গেল।

সকাল ৭টা

অভিভাবকদের একাংশ স্কুলের বাস বেরোতে দেননি। নিরাপত্তার দাবিতে ক্লাস বয়কটের ডাক দেন তাঁরা।  

সকাল ৮টা

এরপরই ছাত্রীদের নিয়ে হাজির হন কিছু অভিভাবক। তাঁদের দাবি, ক্লাস বয়কট নয়। ক্লাস চলুক, যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করুক স্কুল কর্তৃপক্ষ।

সকাল ৯টা

পুলিসি প্রহরায় ছাত্রীদের স্কুলে ঢোকানো হয়। তাতেই হয়ে যায় অভিভাবক বনাম অভিভাবক। একদল বয়কটের পক্ষে। একদল বিপক্ষে। বচসা-হাতাহাতি। চূড়ান্ত বিশৃঙ্খলা স্কুল চত্বরে।

সকাল ১০টা
 
অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়। হাজির হন পুলিসের উচ্চপদস্থ কর্তারা।

সকাল ১১টা

নিরাপত্তার জোরদার করা হচ্ছে বলে দাবি করেন স্কুল কর্তৃপক্ষ।

দুপুর ১টা

স্কুল চত্বরে হাজির হন বয়কটের পক্ষের অভিভাবকরা। স্কুল চত্বরে ফের বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

বিকেল ২টা

ছুটি হয়ে যায় স্কুল। আস্তে আস্তে বিক্ষোভের তেজটাও কমে আসে। যদিও বয়কটের পক্ষে থাকা অভিভাবকেরা তাঁদের দাবি থেকে সরতে নারাজ। তাঁরা জানাচ্ছেন, স্কুল কর্তৃপক্ষের থেকে নিরাপত্তার বিষয়ে লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বয়কট চলবেই।

 

.