হারিয়ে যাওয়া সেইসব লোকশিল্পগুলোকে আর্থিক পুষ্টিও যোগাবে রাজ্য
পশ্চিমবঙ্গের এক ঐতিহ্যের নাম হলো লোকশিল্প। কিন্তু অর্থের অভাবে ক্রমেই হারিয়ে যেতে বসেছে রাজ্যের এই শিল্প। রাজ্যের যে সব লোকশিল্প হারিয়ে যেতে বসেছিল, সেগুলোকে ফিরিয়ে আনার উদ্যোগ নিল রাজ্য সরকার।
ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের এক ঐতিহ্যের নাম হলো লোকশিল্প। কিন্তু অর্থের অভাবে ক্রমেই হারিয়ে যেতে বসেছে রাজ্যের এই শিল্প। রাজ্যের যে সব লোকশিল্প হারিয়ে যেতে বসেছিল, সেগুলোকে ফিরিয়ে আনার উদ্যোগ নিল রাজ্য সরকার। আর এই ফিরিয়ে আনার জন্য দরকার আর্থিক সাহায্য। সরকারের দাবি, হারিয়ে যাওয়া সেইসব লোকশিল্পগুলোকে আর্থিক পুষ্টিও যোগাবে রাজ্য। এইসব লোকশিল্পীদের সুযোগ করে দিতে সরকার আয়োজন করেছে নানারকম অনুষ্ঠানের। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার টেলিভিশনের তারকাদের সম্মান দিতে আয়োজন করে টেলি সম্মন'-এর। এই মঞ্চেও দেখা যায় বাংলার লোকশিল্পীদের। এছাড়াও সম্প্রতি টেকনিশিয়ান স্টুডিও-র নবীকরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
পড়ুন গ্রীষ্মকালে পানীয় জল সরবরাহ করবে সরকার