তারের জালে মুখ ঢেকেছে তিলোত্তমা, কিন্তু ‘অন্য শহর’ রাজারহাট-নিউটাউন

বছরের প্রথম দিনই পার্ক সার্কাসে চার নম্বর ব্রিজে চলন্ত বাইকে তার জড়িয়ে যুবকের মৃত্যু। শুধু পার্কসার্কাস নয়, তিলোত্তমার সারা শরীরেই এখন তারের জাল।

Updated By: Jan 3, 2018, 11:19 AM IST
তারের জালে মুখ ঢেকেছে তিলোত্তমা, কিন্তু ‘অন্য শহর’ রাজারহাট-নিউটাউন

নিজস্ব প্রতিবেদন: তারের জালে মুখ ঢেকেছে তিলোত্তমা। পদে-পদে বিপদের আশঙ্কা। পাশেই রাজারহাট-নিউটাউন। যেখানে খোলা তারের চিহ্নটুকুও নেই।অনেক সুরক্ষিত নগরজীবন। প্রতিবেশী পারলেও কলকাতা কেন পারে না? উঠছে প্রশ্ন

আরও পড়ুন: আইএমএ-র ডাকে আজ বারো ঘণ্টার ধর্মঘট, দেশজুড়ে চিকিত্সায় ভোগান্তির আশঙ্কা

বছরের প্রথম দিনই পার্ক সার্কাসে চার নম্বর ব্রিজে চলন্ত বাইকে তার জড়িয়ে যুবকের মৃত্যু। শুধু পার্কসার্কাস নয়, তিলোত্তমার সারা শরীরেই এখন তারের জাল।

আরও পড়ুন: চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক

কলকাতার পাশেই আরেক শহর। এখানে আকাশ দেখতে বাধা নেই।পায়ে জড়ানোর চান্স নেই। কারণ এ শহরে কোথাও নেই খোলা তার। রাজারহাট-নিউটাউনের নগরজীবন সুরক্ষিত। এদেড় মিটার গর্ত খোঁড়া হলেও দুর্ঘটনার আশঙ্কা নেই। এই ধরনের গর্তের ভিতরেই বসান হয়েছে সারি সারি পাইপ। পাইপের মধ্য দিয়ে যাচ্ছে তার। রাজারহাট-নিউটাউনের নগরজীবন তিলোত্তমাকে অন্য বার্তা দিচ্ছে। 

.