ছাত্রী নিগ্রহের জের, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ জিডি বিড়লা স্কুলের জুনিয়র সেকশন

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল GD বিড়লা স্কুলের জুনিয়র সেকশন। কর্তৃপক্ষের তরফে আজ লোয়ার ইনফ্যান্ট থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পঠনপাঠন বন্ধের নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির জেরে বন্ধ রাখা হচ্ছে অশোক হল স্কুলের জুনিয়র সেকশনের ক্লাসও। স্কুল বন্ধের  নোটিসে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ কাঠগড়ায় তুলেছেন আন্দোলনকারী অভিভাবকদেরই।

Updated By: Nov 17, 2014, 05:45 PM IST
ছাত্রী নিগ্রহের জের, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ জিডি বিড়লা স্কুলের জুনিয়র সেকশন

কলকাতা: অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল GD বিড়লা স্কুলের জুনিয়র সেকশন। কর্তৃপক্ষের তরফে আজ লোয়ার ইনফ্যান্ট থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পঠনপাঠন বন্ধের নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতির জেরে বন্ধ রাখা হচ্ছে অশোক হল স্কুলের জুনিয়র সেকশনের ক্লাসও। স্কুল বন্ধের  নোটিসে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ কাঠগড়ায় তুলেছেন আন্দোলনকারী অভিভাবকদেরই।

স্কুল ফেস্টের রিহার্সাল চলাকালীন লোয়ার কেজির ছাত্রীকে যৌন হেনস্থা। স্কুলের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। তারই জেরে অভিভাবকদের বিক্ষোভ।

একের পর এক ঘটনার জেরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রানিকুঠির জিডি বিড়লা স্কুল। বিক্ষোভে ছড়িয়েছে বিড়লা গ্রুপের অন্য স্কুলগুলিতেও। শেষপর্যন্ত সোমবার অনির্দিষ্টকালের জন্য স্কুলের জুনিয়র সেকশন বন্ধের নোটিশ ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ। বন্ধ রাখা হচ্ছে অশোক হল স্কুলের জুনিয়র সেকশনও। স্কুল গেটে বন্ধের নোটিশ দেখেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের একাংশ। তাঁরা অভিযোগের আঙুল তুলেছেন স্কুল বন্ধের দাবিতে সোচ্চার অভিভাবকদের দিকেই।

অস্থির পরিস্থিতির জন্য স্কুলের জুনিয়র সেকশনের পঠনপাঠন বন্ধ রাখা হলেও, শিগগিরিই স্কুল খোলার বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ।

 

.