মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানা, ২৪ ঘণ্টার স্টুডিওতে দাবি করলেন গৌতম দেব
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় এই তথ্য গোপন করে গিয়েছেন তিনি। দাবি করলেন সিপিআইএম নেতা গৌতম দেব। সুদীপ্ত সেনকে তিনি চিনতেন না। সারদা কর্ণধারের সঙ্গে তাঁর পরিচয় নিয়ে ফিরহাদ হাকিমের দাবি মিথ্যা। চব্বিশ ঘণ্টায় একান্ত সাক্ষাতকারে বললেন গৌতম দেব। তাঁর পাল্টা দাবি, প্রয়োজনে পুলিস তাঁর যাবতীয় ফোনকল খতিয়ে দেখুক। তাহলেই স্পষ্ট হবে সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল কিনা। একই সঙ্গে গৌতম দেবের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপ্ত সেনের কথা হয়েছে কিনা তাও খতিয়ে দেখুক পুলিস।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় এই তথ্য গোপন করে গিয়েছেন তিনি। দাবি করলেন সিপিআইএম নেতা গৌতম দেব। সুদীপ্ত সেনকে তিনি চিনতেন না। সারদা কর্ণধারের সঙ্গে তাঁর পরিচয় নিয়ে ফিরহাদ হাকিমের দাবি মিথ্যা। চব্বিশ ঘণ্টায় একান্ত সাক্ষাতকারে বললেন গৌতম দেব। তাঁর পাল্টা দাবি, প্রয়োজনে পুলিস তাঁর যাবতীয় ফোনকল খতিয়ে দেখুক। তাহলেই স্পষ্ট হবে সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল কিনা। একই সঙ্গে গৌতম দেবের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপ্ত সেনের কথা হয়েছে কিনা তাও খতিয়ে দেখুক পুলিস।
পুলিসের কাছে হাজিরা দিতে গেলেন না গৌতম দেব। গতকাল, সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রি নিয়েও। এরপরই, সারদা-কাণ্ডের একটি পুরনো মামলায় তাঁকে ডেকে পাঠায় পুলিস। আজ দুপুর দুটোয় গৌতম দেবকে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরা দিতে বলা হয়। থানায় গিয়ে গৌতম দেবের আইনজীবীরা জানান, ভোটের কাজে ব্যস্ত থাকায় এই মুহূর্তে তিনি আসতে পারছেন না। কাজ মিটলে হাজিরা দেবেন।