৫ দিনের ইডি হেফাজতে রোজভ্যালি কর্তা, বিক্ষোভ কর্মীদের, আক্রান্ত সংবাদ মাধ্যম
সারদা কর্তা গ্রেফতারের পর যা হয়নি। তাই হল রোজভ্যালি কর্ণধারকে আদালতে পেশের সময়। গৌতম কুণ্ডুর মুক্তির দাবিতে পথে নামলেন সংস্থার কর্মীরা। বিভিন্ন জায়গায় দফায় দফায় চলল বিক্ষোভ। আক্রান্ত হল সংবাদ মাধ্যমও। আদালত অবশ্য রোজভ্যালি কর্তার পাঁচ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।
কলকাতা: সারদা কর্তা গ্রেফতারের পর যা হয়নি। তাই হল রোজভ্যালি কর্ণধারকে আদালতে পেশের সময়। গৌতম কুণ্ডুর মুক্তির দাবিতে পথে নামলেন সংস্থার কর্মীরা। বিভিন্ন জায়গায় দফায় দফায় চলল বিক্ষোভ। আক্রান্ত হল সংবাদ মাধ্যমও। আদালত অবশ্য রোজভ্যালি কর্তার পাঁচ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।
দফায় দফায় বিক্ষোভের মাঝে বৃহস্পতিবার নগর দায়রা আদালতে পেশ করা হয় রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে। সকালে বিধান নগর পূর্ব থানায় বিক্ষোভ দেখান রোজভ্যালির কর্মীরা। গৌতম কুণ্ডুর মুক্তির দাবিতে চলে বিক্ষোভ।
অন্যদিকে সকাল থেকেই গৌতম কুণ্ডুর মুক্তির দাবিতে ব্যাঙ্কশাল এবং নগর দায়রা আদালত চত্বরেও বিক্ষোভ দেখান সংস্থার কর্মীরা। ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরা।
গৌতম কুণ্ডু রোজভ্যালি প্রতারণার মূল চক্রী বলে আদালতে দাবি করেন ইডি কর্তারা।
তাঁদের অভিযোগ,ভুয়ো সংস্থার নামে বাজার থেকে পনের হাজার কোটির বেশি টাকা তোলেন গৌতম কুণ্ডু। সেবির নিয়ম ভেঙে তিনি বাজার থেকে টাকা তোলেন। যার হিসেব ইডিকে দিতে পারেননি রোজভ্যালি কর্তা।
গৌতম কুণ্ডুর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগিতার অভিযোগ আনে ইডি। তবে ইডির অভিযোগ মানতে চাননি রোজভ্যালি কর্তার আইনজীবীরা।
তাঁদের দাবি,গৌতম কুণ্ডুকে ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে।
শেষ পর্যন্ত ইডির আর্জি মেনে রোজভ্যালি কর্ণধারের ৫দিনের হেফাজতের নির্দেশ দেয় আদালত।
আদালতে সওয়াল জবাব চলার সময় ফের শুরু হয় বিক্ষোভ। রোজভ্যালি কর্তার মুক্তির দাবিতে স্ট্রান্ড রোডে বিক্ষোভ দেখান সংস্থার কর্মীরা।