উপাচার্য-সঙ্কট নিরসনে দায়িত্ব রাজ্যেরই: সুগত

প্রেসিডেন্সিতে উপাচার্য-সংক্রান্ত যে সমস্যা সৃষ্টি হয়েছে, তার নিরসন করতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকেই।

Updated By: Oct 8, 2011, 12:58 PM IST

প্রেসিডেন্সিতে উপাচার্য-সংক্রান্ত যে সমস্যা সৃষ্টি হয়েছে, তার নিরসন করতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালকেই। প্রয়োজনে
পরামর্শ দিয়ে সাহায্য করতে পারে বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপ। শনিবার কলকাতায় পৌঁছে বিমানবন্দরে এ কথা জানান গ্রুপের চেয়ারম্যান সুগত বসু।
এর পাশাপাশি, প্রেসিডেন্সির মানোন্নয়নে শনিবার বস্টনে তিনশো জন তরুণ গবেষকের একটি সম্মেলন হয়েছে
বলে জানান সুগতবাবু। সেখানকার কেউ প্রেসিডেন্সিতে যোগ দিতে চাইলে, তাঁদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দেন তিনি। সুগতবাবুর
দাবি, যে ন্যাশনাল লনেজ নেটওয়ার্ক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার ব্যাপারে তাঁর সঙ্গে স্যাম পিত্রোদার কথা হয়েছিল, সেই সুবিধা ইতিমধ্যেই প্রেসিডেন্সিতে পৌঁছে গিয়েছে।

.