প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ৪ কোটি ১০ লক্ষ মঞ্জুর রাজ্যের

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের  জন্য এবার চার কোটি দশ লক্ষ টাকা মঞ্জুর করল রাজ্য সরকার। গতকাল প্রেসিডেন্সির উপাচার্য মালবিকা সরকারের সঙ্গে এক বৈঠকের পর একথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকারের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয় পঠনপাঠনের মান বৃদ্ধির জন্য যাতে মেন্টর গ্রুপের সদস্যরাও বার থেকে বিশ্ববিদ্যালয়ে এসে পড়ান।

Updated By: Jun 25, 2013, 02:35 PM IST

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের  জন্য এবার চার কোটি দশ লক্ষ টাকা মঞ্জুর করল রাজ্য সরকার। গতকাল প্রেসিডেন্সির উপাচার্য মালবিকা সরকারের সঙ্গে এক বৈঠকের পর একথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকারের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয় পঠনপাঠনের মান বৃদ্ধির জন্য যাতে মেন্টর গ্রুপের সদস্যরাও বার থেকে বিশ্ববিদ্যালয়ে এসে পড়ান।
শিক্ষক নিয়োগ হচ্ছে কিন্তু পরিকাঠামোর উন্নতির জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গত কয়েকদিন যাবত এমনই অভিযোগ বারবারই উঠে এসেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। অনেকেই মনে করছিলেন পরিকাঠামোর উন্নতি না হলে শুধু বিশ্বমানের অধ্যাপক এনেই প্রেসিডেন্সির উন্নয়ন সম্ভব নয়। শুধুমাত্র তাই নয় অনেকেরই ধারনা নির্দিষ্ট পরিকাঠামো না পেলে অধ্যাপকদের থাকার সমস্যা তৈরি হবে। অবশেষে সরকার পরিকাঠামো উন্নতির জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে দিচ্ছে চার কোটি দশ লক্ষ টাকা।
মেন্টর গ্রুপের সদস্য হিসেবে এমন অনেক মানুষ ইতিমধ্যেই প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত হয়েছেন যারা প্রেসিডেন্সির প্রাক্তনী হওয়ার পাশাপাশি বিশিষ্ট মানুষ হিসাবেও খ্যাতি লাভ করেছেন। সরকারের তরফে এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় যাতে তাঁরাও এবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে আসেন।
সরকার বলেছে টাকা দেবে। কিন্তু সেই টাকা কবে আসবে বা কোন খাত থেকে আসবে সেবিষয়ে নির্দিষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে দ্রুত এই টাকা তাদের হাতে আসা প্রয়োজন।

.