জিটিএ সচিব নিয়োগে সমন্বয়ের অভাব

জিটিএ-র প্রধান সচিব নিয়োগ নিয়ে সমন্বয়ের অভাব ধরা পড়ল প্রশাসনিক মহলে। পূর্ণ সময়ের প্রধান সচিব নিয়োগ নিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানায় জিটিএ কর্তৃপক্ষ। কারণ, জিটিএ গঠনের মাস ছয়েকের মধ্যে প্রধান সচিব নিয়োগ করার কথা থাকলেও, তা করেনি রাজ্য সরকার। দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহনই প্রধান সচিবের দায়িত্ব এতদিন সামলাচ্ছিলেন। কিন্তু এতে প্রচুর কাজ আটকে গিয়েছে। প্রধান সচিব নিয়োগ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, রাজ্য সরকারের কাছে তা জানতে চায় হাই কোর্ট।

Updated By: Apr 19, 2013, 07:44 PM IST

জিটিএ-র প্রধান সচিব নিয়োগ নিয়ে সমন্বয়ের অভাব ধরা পড়ল প্রশাসনিক মহলে। পূর্ণ সময়ের প্রধান সচিব নিয়োগ নিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানায় জিটিএ কর্তৃপক্ষ। কারণ, জিটিএ গঠনের মাস ছয়েকের মধ্যে প্রধান সচিব নিয়োগ করার কথা থাকলেও, তা করেনি রাজ্য সরকার। দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহনই প্রধান সচিবের দায়িত্ব এতদিন সামলাচ্ছিলেন। কিন্তু এতে প্রচুর কাজ আটকে গিয়েছে। প্রধান সচিব নিয়োগ নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, রাজ্য সরকারের কাছে তা জানতে চায় হাই কোর্ট।
রাজ্যের তরফে জানানো হয়, পরবর্তী শুনানির দিনে ৩ জনের নাম জানিয়ে দেওয়া হবে। হাই কোর্টে আজ ফের শুনানির সময়, অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর অসুস্থতার কারণে তাঁরা তালিকা চূড়ান্ত করতে পারেননি। পরের বুধবারের মধ্যে তালিকা চূড়ান্ত করতে নির্দেশ দেয় হাই কোর্ট। এরপর হাই কোর্ট থেকে বেরিয়ে আইনজীবীরা জানতে পারেন, জিটিএ-র দফতরে ইতিমধ্যেই ৪ জনের নামের তালিকা ফ্যাক্স করা হয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে রাজ্য সরকার এবং অ্যাডভোকেট জেনারেলের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে।

.