Hanskhali: হাঁসখালিকাণ্ডে সাক্ষীদের নতুন নাম পরিচয় দেওয়া হোক, আবেদন হাইকোর্টে

সাক্ষীদের নাম পরিচয় গোপন রাখার এহেন আবেদন একেবারেই নতুন

Updated By: Apr 19, 2022, 05:50 PM IST
Hanskhali: হাঁসখালিকাণ্ডে সাক্ষীদের নতুন নাম পরিচয় দেওয়া হোক, আবেদন হাইকোর্টে

অর্ণবাংশু নিয়োগী

হাঁসখালিকাণ্ডে নির্যাতিতা ও সাক্ষীদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন নির্যাতিতার আইনজীবী। নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের নতুন নাম পরিচয় দেওয়া হোক। এমনটাই আবেদন করলেন নির্যাতিতার আইনজীবী।

সাক্ষীদের নাম পরিচয় গোপন রাখার এহেন আবেদন একেবারেই নতুন। এরকম দৃষ্টান্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজির আবেদন, সাক্ষীদের নিরাপত্তা মানে শুধুমাত্র তাদের পুলিসি নিরাপত্তা নয়। তাদের নাম পরিচয়ও গোপন রাখা প্রয়োজন। এক্ষেত্রে সাক্ষীদের নতুন করে নাম-পরিচয় তৈরি করা উচিত। এছাড়াও ওইসব সাক্ষীদের কোনও সুরক্ষিত জায়গায় পাঠানো হোক। যাতে তাদের প্রাণহানির আশঙ্কা না থাকে।

আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, মৃতার পরিবারের লোকজন ও সাক্ষীদের যেভাবে ভয় দেখানো হচ্ছে তাদের সবার সুরক্ষার জন্যই তাদের নাম-পরিচয় গোপন রাখা প্রয়োজন। পাশাপাশি তাদের কোনও সুরক্ষিত জায়গায় রাখা হোক। 

উল্লেখ্য, আবেদনটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আগামিকাল সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই আবেদনের শুনানি হবে।

আরও পড়ুন-Hanskhali Rape Case: হাঁসখালি ধর্ষণকাণ্ডে CBI-এর জালে অভিযুক্ত রঞ্জিত মল্লিক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.