সাতে পেরিয়ে আটে ২৪ ঘণ্টা

দুহাজার ছয়ের একত্রিশে মার্চ শুরু হয়েছিল পথ চলা। দেখতে দেখতে কেটে গেল সাত বছর। আজ সাত পেরিয়ে আটে পা দিল আপনাদের প্রিয় বাংলা খবরের চ্যানেল ২৪ ঘণ্টা। গত সাত বছরে আমরা সবসময় চেয়েছি আপনাদের চাহিদা পূরণ করতে। শুধুমাত্র নিরপেক্ষ সংবাদ পরিবেশন আর উপস্থাপনার গুণই নয়, আমরা সব খবর পৌঁছে দিয়েছি আপনাদের ড্রয়িং রুমে সবার আগে। আক্ষরিক অর্থেই গত সাত বছরে এক মুহূর্তের জন্যও খবর থেমে থাকেনি ২৪ ঘণ্টায়। 

Updated By: Mar 31, 2013, 10:22 PM IST

দুহাজার ছয়ের একত্রিশে মার্চ শুরু হয়েছিল পথ চলা। দেখতে দেখতে কেটে গেল সাত বছর। আজ সাত পেরিয়ে আটে পা দিল আপনাদের প্রিয় বাংলা খবরের চ্যানেল ২৪ ঘণ্টা। গত সাত বছরে আমরা সবসময় চেয়েছি আপনাদের চাহিদা পূরণ করতে। শুধুমাত্র নিরপেক্ষ সংবাদ পরিবেশন আর উপস্থাপনার গুণই নয়, আমরা সব খবর পৌঁছে দিয়েছি আপনাদের ড্রয়িং রুমে সবার আগে। আক্ষরিক অর্থেই গত সাত বছরে এক মুহূর্তের জন্যও খবর থেমে থাকেনি ২৪ ঘণ্টায়। 
আপনাদের ভালবাসা থেকে প্রেরণা গ্রহণ করে, সমালোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা হয়ে উঠেছি এই বাংলার এক নম্বর খবরের চ্যানেল। গত সাত বছরে আপনারা যে ভাবে পাশে থেকেছেন, আশা রাখি, আগামিদিনেও ঠিক সে ভাবেই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন আপনারাই। এই সাত বছরে আপনাদের যে সমস্ত প্রত্যাশা আমরা ছুঁতে পারিনি আগামিদিনে তা পূরণ করার চেষ্টাই জন্মদিনে
আমাদের অঙ্গীকার। আজ অষ্টম জন্মদিনে চব্বিশ ঘণ্টার সমস্ত কর্মীদের তরফে বাংলার সমস্ত দর্শকদের জন্য রইল অকুন্ঠ ভালবাসা আর শুভেচ্ছা।

.