কলেজ নির্বাচন করাতে হবে কমিশনকেই

রাজ্যে কলেজ নির্বাচন হবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই। নির্বাচন কমিশনের আবেদন খারিজ করে আগের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপেন সেনের ডিভিশন বেঞ্চ।

Updated By: Apr 27, 2012, 07:13 PM IST

রাজ্যে কলেজ নির্বাচন হবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই। নির্বাচন কমিশনের আবেদন খারিজ করে আগের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপেন সেনের ডিভিশন বেঞ্চ।
গত ৭ মার্চ বিচারপতি তপেন সেন নির্দেশ দেন, রাজ্য নির্বাচন কমিশনকেই কলেজ নির্বাচন পরিচালনা করতে হবে। এরপরেই কমিশনের তরফে হাইকোর্টে আবেদন করা হয়। বলা হয়, তাদের কলেজ নির্বাচন করার যথেষ্ট পরিকাঠামো নেই । এছাড়াও রাজ্যের প্রায় সাড়ে চারশো কলেজে নির্বাচন বিভিন্ন সময়ে হয়। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে জানিয়ে দেয়, বিভিন্ন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে নির্বাচন কমিশন। তাই রাজ্যে কলেজ নির্বাচনও  পরিচালনা করতে হবে কমিশনকেই।

.