বিজ্ঞপ্তি জারির পর আজ শুরু সারদা শুনানি
বিজ্ঞপ্তি জারির পর আজ থেকেই শুরু হচ্ছে সারদাকাণ্ডের শুনানি। গতকাল শ্যামল সেন কমিশনের কাছে ৮৫৬৬টি অভিযোগ জমা পড়ে। তাঁদের মধ্যে থেকেই আজ ১০০কে শুনানির জন্য ডেকে পাঠিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তি জারির পর আজ থেকেই শুরু হচ্ছে সারদাকাণ্ডের শুনানি। গতকাল শ্যামল সেন কমিশনের কাছে ৮৫৬৬টি অভিযোগ জমা পড়ে। তাঁদের মধ্যে থেকেই আজ ১০০কে শুনানির জন্য ডেকে পাঠিয়েছে কমিশন।
একইসঙ্গে চলছে অভিযোগ জমা নেওয়ার কাজও। অন্যদিকে, আজ বিধাননগর সিটি অফিসে ডেকে পাঠানো হয়েছে সারদার আরেক ডিরেক্টর দেবিকা দাশগুপ্তকে। গতকালই সারদার মিডল্যান্ড পার্কের অফিস থেকে ছয় ট্রাঙ্ক নথি উদ্ধার হয়। সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে সেই নথি খতিয়ে দেখার কাজ শুরু করেন গোয়েন্দারা। সম্ভবত সেইকাজের জন্য ডেকে পাঠানো হয়েছে দেবিকা দাশগুপ্তকেও। নথির বিষয়ে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। একইসঙ্গে সারদার কয়েকজন কর্মীকেও সিটি অফিসে ডেকে পাঠানো হয়েছে।